Jalpaiguri News: বন্যার ধ্বংসস্তূপেই আশার আলো! ঘুরে দাঁড়াচ্ছে ধূপগুড়ি-ময়নাগুড়ির গ্রাম, সরকারি সাহায্যের টাকায় নতুন জীবনের স্বপ্ন বুনছে মানুষ
- Published by:Sneha Paul
- hyperlocal
Last Updated:
Jalpaiguri News: ধ্বংসস্তূপের মধ্যেই নতুন করে স্বপ্ন বুনছেন গ্রামবাসীরা। সরকারি সাহায্যের টাকায় ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে। আগামী কয়েক মাসের মধ্যে মাথার উপর স্থায়ী ছাদ গড়ে তোলাই এখন তাঁদের লক্ষ্য।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ বন্যার ক্ষত মুছে নতুন ভোরের পথে ডুয়ার্স-ধূপগুড়ি! ডুয়ার্স তথা ধূপগুড়ি ও ময়নাগুড়ির বিস্তীর্ণ গ্রামাঞ্চল ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। গত ৫ অক্টোবরের ভয়াবহ বন্যা জলঢাকা নদীর তীরবর্তী এলাকায় যে তাণ্ডব চালিয়েছিল, তার ক্ষত আজও পুরোপুরি শুকোয়নি। তবু হার মানেননি গ্রামের মানুষ। ধ্বংসস্তূপের মধ্যেই নতুন করে স্বপ্ন বুনছেন তাঁরা।
ধূপগুড়ি ও ময়নাগুড়ির একাধিক গ্রাম, পাশাপাশি ডুয়ার্সের নাগরাকাটার জলঢাকা নদী সংলগ্ন এলাকাগুলি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুল্লাপাড়া এলাকায় জলঢাকার প্রবল জলোচ্ছ্বাসে বহু কাঁচা ও পাকা বাড়ি ভেঙে পড়ে। ভেসে যায় আসবাব, নষ্ট হয় চাষের জমি, বিপর্যস্ত হয়ে পড়ে দৈনন্দিন জীবন।
আরও পড়ুনঃ পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য নয়া আকর্ষণ! চিলাপাতা পয়েন্টে বাড়ছে ভিড়, কী জন্য জানুন
এখন গ্রামে ঢুকলেই শোনা যাচ্ছে হাতুড়ি-বাটালের শব্দ। কোথাও রাজমিস্ত্রি ইট বসাচ্ছেন, কোথাও আবার বাঁশ-বেত দিয়ে অস্থায়ী কাঠামো গড়ে উঠছে। রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়ে বহু পরিবার পুরনো ভিটেতেই নতুন করে ঘর তোলার কাজে নেমে পড়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে মাথার উপর স্থায়ী ছাদ গড়ে তোলাই লক্ষ্য।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে গ্রামবাসীদের একটাই আক্ষেপ, ক্ষতিপূরণের অঙ্ক যদি আর একটু বেশি হত, তাহলে ঘরগুলো আরও মজবুত ও নিরাপদ করে তৈরি করা যেত। তবুও যেটুকু পেয়েছেন, তাতেই নতুন করে জীবন গড়ার চেষ্টা চলছে। এক বন্যা বিধ্বস্ত বাসিন্দা বলেন, “বিপদ অনেক বড় ছিল, কিন্তু বাঁচার ইচ্ছেটা আরও বড়।” প্রকৃতির রোষে ক্ষতবিক্ষত হলেও ডুয়ার্সের এই মানুষগুলির লড়াই আজ আশার গল্প শোনাচ্ছে। ধ্বংসের মধ্যেও কীভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানো যায় সেটা শেখাচ্ছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 18, 2025 7:09 PM IST






