East Medinipur News: ৭০ বছরেও কাঁপাচ্ছেন অভিনয় দুনিয়া! পটাশপুরের গর্ব এই শিল্পী, বাড়ির কাছে থেকেও অনেকেই চেনেন না
- Published by:Sneha Paul
- hyperlocal
Last Updated:
East Medinipur News: কণ্ঠে দৃঢ়তা, চোখে আগুন, সংলাপে অভিজ্ঞতার ছাপ। চরিত্রে ঢুকতে তাঁর সময় লাগে না। দর্শক টানতে আলাদা কৌশলেরও প্রয়োজন পড়ে না এই প্রবীণ অভিনেতার।
পটাশপুর, মদন মাইতিঃ বয়স ৭০ বছর। কিন্তু তাঁর অভিনয় দেখলে থমকে যেতে হয়। তাঁর কাছে বয়স যেন শুধুমাত্র একটি সংখ্যা। যাত্রা মঞ্চে এখনও সেই আগের মতোই অভিনয় করে চলেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের বাসিন্দা রমেশ চন্দ্র মুনিয়ান। কণ্ঠে দৃঢ়তা, চোখে আগুন, সংলাপে অভিজ্ঞতার ছাপ। মঞ্চে উঠলেই বোঝা যায়, তিনি অভিনয়ে কতটা দক্ষ। চরিত্রে ঢুকতে তাঁর সময় লাগে না। দর্শক টানতে আলাদা কৌশলেরও প্রয়োজন পড়ে না। অভিজ্ঞতায় ভর করে এগিয়ে যান। আজও যাত্রা মঞ্চে তাঁকে দেখার জন্য ভিড় জমান দর্শকরা। দীর্ঘ সময় ধরে মঞ্চে থাকলেও ক্লান্তি ধরা দেয় না তাঁর মুখে।
সেই ছোটবেলায় অভিনয় জগতে পা রাখা রমেশবাবুর। এখনও অবধি প্রায় ২০০টিরও বেশি যাত্রায় অভিনয় করে ফেলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সমান দক্ষ তিনি। যাত্রাপ্রেমীদের কাছে রমেশবাবু একটি ভরসার নাম। যাত্রা দল গড়ে তোলা থেকে শুরু করে মঞ্চে তোলা পর্যন্ত সব দায়িত্ব তিনি সামলাতে পারেন। গল্প বাছাই, শিল্পী নির্বাচন, মহড়া, সবেতেই তিনি সমান পারদর্শী। তাই নতুন দল হোক বা পুরনো দল, সবাই তাঁকে পাশে পেতে চায়। যাত্রা জগতের অলিখিত নিয়মকানুনও তিনি ভালো জানেন।
advertisement
আরও পড়ুনঃ বন্যার ধ্বংসস্তূপেই আশার আলো! ঘুরে দাঁড়াচ্ছে ধূপগুড়ি-ময়নাগুড়ির গ্রাম, সরকারি সাহায্যের টাকায় নতুন জীবনের স্বপ্ন বুনছে মানুষ
স্কুল জীবনেই নাটকের জগতে পা রাখা রমেশবাবুর। শিক্ষকদের সঙ্গে মঞ্চে অভিনয় করেই শুরু। তখন থেকেই অভিনয়ের নেশা ধরে বসে। ধীরে ধীরে যাত্রা মঞ্চে যাতায়াত শুরু হয়। শুরুটা খুব সহজ ছিল না। অভিনয়ের পারিশ্রমিক ছিল মাত্র ১৫ থেকে ২০ টাকা। তবু মনের জোর হারাননি। টাকার চেয়ে ভালবাসাই ছিল বড়। সেই নেশাই একসময় পেশায় পরিণত হয়। বছরের পর বছর মঞ্চে কাটাতে কাটাতে নিজেকে তৈরি করেছেন। অভিজ্ঞতার ভাণ্ডার ক্রমে সমৃদ্ধ হয়েছে। আজ তিনি এলাকার একজন দাপুটে যাত্রা অভিনেতা হিসেবে পরিচিত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিনয়ের পাশাপাশি সমানতালে নাটকও লিখে চলেন রমেশবাবু। তাঁর ঝুলিতে রয়েছে একটার পর একটা নাটক। সমাজ, জীবন ও মানুষের গল্প উঠে আসে তাঁর লেখায়। সংলাপ সহজ, কিন্তু তাতে থাকে গভীর ভাবনা। লেখার পাশাপাশি প্রযোজনাতেও সমান দক্ষ এই ব্যক্তিত্ব। নতুন শিল্পীদের সুযোগ দিতে তিনি আগ্রহী। তাঁদের হাতে ধরে শেখান মঞ্চের নিয়ম। আজও যাত্রা মঞ্চের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। বয়স তাঁকে থামাতে পারেনি। রমেশ চন্দ্র মুনিয়ান প্রমাণ করে চলেছেন, ইচ্ছাশক্তি থাকলে বয়সের ভারে মঞ্চ কখনও দূরে সরে যায় না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Dec 18, 2025 7:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: ৭০ বছরেও কাঁপাচ্ছেন অভিনয় দুনিয়া! পটাশপুরের গর্ব এই শিল্পী, বাড়ির কাছে থেকেও অনেকেই চেনেন না







