Cocoa Cultivation: কোকো চাষে জলপাইগুড়ির বাজিমাত! বিখ্যাত সংস্থার উদ্যোগে ৩ হাজার চারা যাচ্ছে উত্তর-পূর্ব ভারতে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Cocoa Cultivation: জলপাইগুড়ির কেন্দ্রীয় ফসল রোপণ গবেষণা ইনস্টিটিউট থেকে প্রথম দফায় তিন হাজার কোকো গাছের কলম চারা পাঠানো হচ্ছে মেঘালয়ে
জলপাইগুড়ি: জলপাইগুড়ির কোকোই করছে বাজিমাত! উত্তর-পূর্ব ভারতে কোকো চাষের প্রসার বাড়াতে ক্যাডবেরির নজর জলপাইগুড়ির গবেষণা কেন্দ্রে। কোকো চারা পৌঁছে যাচ্ছে সুদূর মেঘালয়ে। অবাক হচ্ছেন? উত্তর-পূর্ব ভারতে কোকো চাষের পরিধি বাড়াতে উদ্যোগী হয়েছে বহুজাতিক চকলেট কোম্পানি ক্যাডবেরি। জলপাইগুড়ির কেন্দ্রীয় ফসল রোপণ গবেষণা ইনস্টিটিউট থেকে প্রথম দফায় তিন হাজার কোকো গাছের কলম চারা পাঠানো হচ্ছে মেঘালয়ে।
প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী অরুণ শীট জানিয়েছেন, “এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় চাষিদের কোকো চাষে উৎসাহিত করা হবে। আশির দশক থেকে জলপাইগুড়ির মোহিতনগরে অবস্থিত এই কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউট কোকো, নারকেল, সুপারি ও পাম ওয়েল চাষের ওপর গবেষণা চালিয়ে যাচ্ছে। এবার ক্যাডবেরির সঙ্গে যুক্ত হয়েছে আরেক আন্তর্জাতিক কনফেকশনারি সংস্থা মন্ডেলেজ ইন্টারন্যাশনাল। উত্তর-পূর্ব ভারতে চকলেট উৎপাদন কারখানা গড়ার পরিকল্পনা করছে সংস্থাগুলি, যার জন্য কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে কোকো চাষ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।”
advertisement
advertisement
ক্যাডবেরি জানিয়েছে, ‘প্রতি বছর ৫০ হাজার কোকো গাছের কলম চারা উত্তর-পূর্ব ভারতে সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’ ইনস্টিটিউট সূত্রে খবর, দক্ষিণ ভারতে কোকো চাষ বেশি হলেও উত্তর-পূর্বের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে মাল্টি লোকেশন ওয়েদারে টিকে থাকতে পারবে এই গবেষণায় উন্নত প্রজাতির কোকো গাছ। তিন বছরের মধ্যে ফলন দিতে সক্ষম হবে এই চারাগুলি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, কোকো চাষের সম্প্রসারণে কৃষকদের নতুন সম্ভাবনার দোরগোড়ায় পৌঁছে দেবে এই উদ্যোগ। চাষিরা কোকো বিক্রি করে লাভবান হতে পারবেন এবং স্থানীয়ভাবে চকলেট শিল্পের বিকাশের পথ সুগম হবে। কেন্দ্রীয় কাজু ও কোকো উন্নয়ন বোর্ডের সঙ্গে ক্যাডবেরির চুক্তির ফলে উত্তর-পূর্ব ভারতে কোকো চাষ যে নতুন মাত্রা পেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 2:05 PM IST
