Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Messi Meets with Kuldeep Yadav and Indian Athletes: মেসিকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরতে এদিন দেখা গিয়েছে। নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে ছিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব, রেণুকা ঠাকুর, প্যারা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল, প্যারা হাইজাম্পার নিশাদ কুমার, বক্সার নিখাত জারিনরা।
নয়াদিল্লি: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কয়েকদিন আগেই উপহার পেয়েছিলেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-আমেরিকা ম্যাচের টিকিট এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সি। সেই ভারতীয় দলের জার্সি গায়েই একটি স্পনসরের অনুষ্ঠানে এবার দেখা গেল লিওনেল মেসি, কুলদীপ যাদব এবং অন্যান্য খেলার তারকাদের ৷
মেসির ভারত সফরে এক চমকপ্রদ দৃশ্য দেখা গেল। একটি প্রচারমূলক অনুষ্ঠানে জাতীয় স্তরে বিভিন্ন খেলার একাধিক তারকারা পরিচিত হলেন মেসির সঙ্গে। একটি ভিডিওয়ে মেসিকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরতেও দেখা গিয়েছে। নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে ছিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব, রেণুকা ঠাকুর, প্যারা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল, প্যারা হাইজাম্পার নিশাদ কুমার, বক্সার নিখাত জারিনরা। মেসির সঙ্গে ছিলেন রদ্রিগো ডি পলও।
advertisement
advertisement
দিল্লিতে অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটিয়েছিলেন মেসি। তখনই মেসির হাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-আমেরিকা ম্যাচের টিকিট তুলে দেন জয় শাহ। দেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সই করা ব্যাটও। তিন ফুটবলারকেই ভারতীয় ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উপহার দিয়েছিলেন জয়। মেসি, সুয়ারেজ় এবং ডি’পলের নাম এবং জার্সি নম্বর লেখা বিশেষ জার্সি তৈরি করানো হয়েছিল। সেই জার্সি গায়েই এবার দেখা গেল মেসিকে ৷ যেখানে ক্রিকেট আর ফুটবলের যেন মিলন হল ৷ এক বিরল দৃশ্য ! এদিনের অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় দলের ক্রিকেটার কুলদীপ যাদবও ৷
advertisement
advertisement
Adidas really said “legends” Only 🐐
Kuldeep 🤝🏻 Messi pic.twitter.com/0YeMGOJH4T— Rishabh (@iomrishabh) December 17, 2025
advertisement
জয় শাহ লিও-র হাতে তুলে দিয়েছিলেন ‘মেসি ১০’ লেখা টিম ইন্ডিয়ার জার্সি—ফুটবল আর ক্রিকেটের দুই আইকনিক মিলন। এ ছাড়া হাতে এল বিশেষ স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট-ও। শুধু তাই নয়, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আমন্ত্রণপত্রও উপহার দিয়েছিলেন জয় শাহ। যার সুবাদে ভারতের ক্রীড়া প্রশাসন ও আন্তর্জাতিক ফুটবলের সংযোগ আরও দৃঢ় হল বলেই মনে করছে বিশেষজ্ঞদের বড় অংশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2025 5:40 PM IST










