Bankura News: দুর্লভপুর–গঙ্গাজলঘাটির মাটির নীচে কাড়ি-কাড়ি সোনা? বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দিলেন দারুণ খবর
- Published by:Suman Biswas
- hyperlocal
Last Updated:
Bankura News: এই তথ্য সামনে আসার পরই জেলার উন্নয়ন ও ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে মানুষের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে।
বাঁকুড়া,নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির দুর্লভপুর এলাকায় সোনা পাওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংসদের রাজ্যসভায় খনিজ মন্ত্রকের লিখিত উত্তরের সঙ্গে যুক্ত Geological Survey of India (GSI)-এর তথ্য অনুযায়ী, ২০২২–২৩ অর্থবর্ষে বাঁকুড়া জেলার দুর্লভপুর–গঙ্গাজলঘাটি এলাকায় G4 পর্যায়ের খনিজ অনুসন্ধান চালান হয়েছে। এই সমীক্ষার মূল লক্ষ্য ছিল মাটির নিচে সোনার উপস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা। এই তথ্য সামনে আসার পরই জেলার উন্নয়ন ও ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে মানুষের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে।
UNFC শ্রেণিবিন্যাস অনুযায়ী, G4 বা রেকনেসাঁস পর্যায় হল খনিজ অনুসন্ধানের একেবারে প্রাথমিক ধাপ। এই পর্যায়ে কোনও এলাকায় খনিজ থাকার প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু এখান থেকেই সরাসরি খনন বা বাণিজ্যিক উত্তোলন শুরু করা যায় না। বিশেষজ্ঞদের মতে, এই ধাপ সফল হলে ভবিষ্যতে আরও বিস্তারিত অনুসন্ধান—যেমন G3, G2 ও G1 পর্যায়ে যাওয়ার পথ খুলে যায়।
advertisement
advertisement
এই খবর প্রকাশ্যে আসতেই বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ বিষয়টি নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, বাঁকুড়ার মাটির নিচে সোনার সম্ভাবনার খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ভবিষ্যতে সঠিক অনুসন্ধান ও পরিকল্পিত উন্নয়ন হলে এর ফলে জেলার আর্থসামাজিক চেহারায় বড় পরিবর্তন আসতে পারে। সাংসদের এই পোস্টের পর সাধারণ মানুষের কৌতূহল ও প্রত্যাশা আরও বেড়েছে।
advertisement
উল্লেখযোগ্য বিষয় হল, একই সরকারি নথিতে দেখা যাচ্ছে পাশের পুরুলিয়া জেলাতেও একাধিক এলাকায় সোনা এবং বিরল খনিজ বা REE (Rare Earth Elements) নিয়ে অনুসন্ধান হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তাহলে কি সত্যিই বাঁকুড়া ও পুরুলিয়ার ভবিষ্যৎ বদলাতে চলেছে? খনিজ সম্পদের সঠিক ব্যবহার হলে এই জঙ্গলমহল অঞ্চলে শিল্প স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামোগত উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলছেন, এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছন ঠিক নয়।
advertisement
প্রাথমিক অনুসন্ধানের পর আরও উন্নত পর্যায়ের সমীক্ষা, খনিজ ব্লকের নিলাম এবং অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই—এই পুরো প্রক্রিয়া শেষ হতে এখনও অনেকটা পথ বাকি। তবুও দুর্লভপুর–গঙ্গাজলঘাটির নাম সরকারি নথিতে উঠে আসা মানেই বাঁকুড়ার উন্নয়ন মানচিত্রে একটি আশাব্যঞ্জক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন অনেকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 18, 2025 5:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: দুর্লভপুর–গঙ্গাজলঘাটির মাটির নীচে কাড়ি-কাড়ি সোনা? বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দিলেন দারুণ খবর








