Mamata Banerjee: কেন্দ্রকে জবাব, কর্মশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! জানিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: মহাত্মা গান্ধির নাম প্রকল্প থেকে সরানোর অভিযোগে যখন সরব বিরোধীরা, সেই সময়ে বাংলা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বৃহস্পতিবার বিরোধীদের তুমুল আপত্তি, বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় পাশ হয়েছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ G Ram G বিল। ২০ বছর পরে বদলে যেতে চলেছে কংগ্রেস আমলে শুরু হওয়া MGNREGA অর্থাৎ ‘মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন’-এর নাম।
advertisement
এই নামবদলের চর্চা শুরু হতেই আসরে নেমেছে বিরোধীরা। মহাত্মা গান্ধির নাম প্রকল্প থেকে সরানোর অভিযোগে যখন সরব বিরোধীরা, সেই সময়ে বাংলা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ”কর্মশ্রী আমরা শুরু করেছি। গান্ধিজির নাম তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমি খুব অপমান বোধ করেছি। ১০০ দিনের কাজের নামে গান্ধীজির নাম বাদ দিয়ে দিয়েছে। এর জন্য আমি কাউকে দোষ দেব না। কর্মশ্রী প্রকল্পের নাম আমরা গান্ধীজির নামে রাখব। আপনি যদি গান্ধিজিকে সম্মান না দেন, আমরা জানি কীভাবে সম্মান দিতে হয়। সবাই বাংলার উপর হিংসা করে।”
advertisement
advertisement
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ”আজ আমরা মিনি সিনেমা পলিসি করেছি। ১০টি জেলায় আমরা শপিং মলের আজ উদ্বোধন করলাম। এখনও ১৩টি বাকি। আমি শিল্পপতিদের বলব, আপনারা ১ টা করে নিয়ে নিন। আমাদের শুধু দুটো ফ্লোর দিয়ে দিন।”
advertisement
তিনি বলেন, ‘জেএসডব্লিউ ঘোষণা করেছে, ওরা আরও একটা পাওয়ার প্লান্ট করবে। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। দেউচা পাচামির কাজ চলছে, খুব তাড়াতাড়ি শুরু হবে। আগামিদিনে বিদ্যুৎ এর অভাব হবে না।” এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী বলেন, ”লক্ষ্মীর ভাণ্ডার আমরা প্রথম শুরু করেছি। আমরাই একমাত্র রাজ্য যারা পেনশন দিচ্ছি। বাধ্যতামূলক না হলে আমরা প্রতি বছর ৮ শতাংশ ডিএ দিই সরকারি কর্মচারীদের।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2025 5:00 PM IST










