Jalpaiguri News: দাম বাড়লেও চিন্তা নেই! সস্তায় মিলছে সব ওষুধ, শুধু যেতে হবে এইসব দোকানে

Last Updated:

ওষুধের দাম বেড়েছে ব্যাপক! ভিড় বাড়ছে এইসব দোকানে

+
ওষুধের

ওষুধের দোকান

জলপাইগুড়ি: ওষুধের দাম বাড়ল, দুশ্চিন্তায় সাধারণ মানুষ! ভিড় বাড়ছে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে। সদ্যই অতি গুরুত্বপূর্ণ ৭৪৮টি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে ১.৭৪ শতাংশ হারে ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এতে ক্যান্সার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ওষুধ প্যারাসিটামল, কাশি, ডায়াবেটিস, বাত, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুমের ওষুধ, ভিটামিন এবং নানা প্রকার অ্যান্টিবায়োটিকের মত অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়ছে।
সাধারণ মানুষ ইতিমধ্যেই ওষুধের গুণমান নিয়ে উদ্বিগ্ন। জাল ওষুধ কারবারির সংবাদ প্রকাশ্যে আসতেই এমনিতেই আমজনতার মনে জন্মেছে ভয়, তার উপর দাম বৃদ্ধি তাদের আরও দুশ্চিন্তায় ফেলেছে। বিসিডিএ-র (Bengal Chemists and Druggists Association) সদস্যদের কথায়, “ওষুধের উপর থেকে GST তুলে দেওয়া হলে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি মিলতে পারে।” অনেকেই দাবি করছেন, এই মূল্যবৃদ্ধি দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এদিকে, সরকারি ‘প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র’-এ ভিড় বাড়ছে। এই দোকানগুলিতে তুলনামূলকভাবে অনেকটাই কম দামে ওষুধ পাওয়া যায় বলে সাধারণ মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন।
advertisement
advertisement
জলপাইগুড়ির শান্তিপাড়া, সদর হাসপাতালের সামনে এবং পাহাড়িপাড়া এলাকার জনঔষধি কেন্দ্রগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। একজন সাধারণ নাগরিকের কথায়, “আমরা কি করব? ওষুধ না কিনলে জীবন সংকটে পড়বে, অথচ দাম এতটাই বেড়েছে যে কিনতেও হিমশিম খেতে হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওষুধের দাম বৃদ্ধির কারণে স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: দাম বাড়লেও চিন্তা নেই! সস্তায় মিলছে সব ওষুধ, শুধু যেতে হবে এইসব দোকানে
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement