Jalpaiguri News: দামে কম, হাতে গরম! অর্ডার দিলেই দুদিনে মিলবে পছন্দমত তাঁতের শাড়ি, কোথায় জানেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পছন্দমত তাঁতের শাড়ি এবার অর্ডার মত, মিলবে মাত্র দুদিনেই
জলপাইগুড়ি: এই মেলায় স্বচক্ষে দেখা যাবে তৈরি হওয়ার প্রক্রিয়া! সামনেই পয়লা বৈশাখ, এমনিতেই বাজারে ভিড় এখন থেকেই। তার আগেই দারুণ চমক নিয়ে এল জলপাইগুড়ির খাদি মেলা। জলপাইগুড়ির রবীন্দ্রভবনে বসেছে এক অনন্য খাদি মেলা, যেখানে শুধু তাঁতের শাড়ি কেনার সুযোগই নয়, বরং স্বচক্ষে দেখা যাবে কীভাবে সুতোর নিপুণ কারুকার্যে একেকটি শাড়ি তৈরি হয়। এই মেলায় অর্ডার দিলেই মাত্র দু’দিনের মধ্যে আপনার পছন্দের শাড়ি হাতে পেয়েও যাবেন। দামও একেবারেই সাধ্যের মধ্যে।
মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী তাঁত ও খাদি পণ্য নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি খাদি সামগ্রীও বিশেষ আকর্ষণ। মোট ৮৭টি বিক্রয় কেন্দ্র নিয়ে আয়োজিত এই মেলায় থাকছে বিভিন্ন আধুনিক পোশাকও।
advertisement
advertisement
আসন্ন নববর্ষ উপলক্ষে অনেকেই নতুন পোশাক কেনার পরিকল্পনা করছেন। আর বাঙালি মানেই শাড়ি তো কেনাকাটার তালিকায় থাকবেই! সাধারণ বাজারের তুলনায় এখানে তুলনামূলক কম দামে তাঁতের শাড়ি, পাঞ্জাবি, খাদি জামা এবং অন্যান্য ঐতিহ্যবাহী পোশাকও মিলছে। এই ধরনের পোশাক গরমকালেও পরে বেশ আরাম। মেলার শুরুর দিন থেকেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। মূলত খাদি ও তাঁতের প্রচার ও প্রসার বাড়াতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাপ্স সো-এর মাধ্যমে বিভিন্নভাবে খাদি ও তাঁতের পোশাক প্রমোট করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ এই ঐতিহ্যবাহী শিল্পের প্রতি আরও আকৃষ্ট হন। যারা তাঁতের শাড়ির প্রতি অনুরাগী, তাঁদের জন্য এটি এক চমৎকার সুযোগ। শুধুমাত্র কেনাকাটাই নয়, তাঁতের সূক্ষ্ম কারুকার্য এবং দক্ষ কারিগরদের কঠোর পরিশ্রম কাছ থেকে দেখার বিরল অভিজ্ঞতাও মিলবে এই মেলায়। মেলা চলবে প্রায় ১৫ দিন, তাই সময় থাকতেই ঘুরে আসুন এই বিশেষ খাদি মেলা থেকে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 8:16 PM IST
