Jalpaiguri News: ডুয়ার্সে ঘুরতে যাওয়ার নিয়মে বদল! গাড়ি পার্কিং নিয়ে কড়া বন দফতর, না মানলে কেলেঙ্কারি
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ডুয়ার্সের জঙ্গল ঘুরতে যাচ্ছেন? আগে এই নিয়ম জানুন
জলপাইগুড়ি: ডুয়ার্সের জঙ্গল ঘুরতে যাচ্ছেন? যেখানে সেখানে গাড়ি দাঁড় করালেই পেতে হতে পারে কড়া শাস্তি! তাই ঘুরতে এসে ঘোরা পন্ড না করে জেনে নিন জঙ্গলের নিয়ম কানুন। বন্যপ্রাণীর সঙ্গে সাধারণ মানুষের যে কোন রকম দুর্ঘটনা এড়াতেই এমন ভাবনা চিন্তা বন দফতরের। গরুমারার জঙ্গলে এসে নিয়ম ভাঙলেই বন বিভাগ নেবে কড়া পদক্ষেপ! তৎপর রয়েছে বন দফতর।
ডুয়ার্সের সবুজ অরণ্যের বুক চিরে চলে গেছে একাধিক রাস্তা, যা পর্যটকদের কাছে অপার আকর্ষণের কেন্দ্র। তবে সেই আকর্ষণ অনেক সময় বুনো জীবনের জন্য বিপদ ডেকে আনে। সম্প্রতি গোরুমারার জঙ্গলের রাস্তা ধরে চলতে গিয়ে অনেকেই যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখছেন। বিশেষ করে হাতির করিডরে গাড়ি থামিয়ে ছবি তোলা কিংবা আড্ডায় মেতে ওঠা এখন নিত্যদিনের চিত্র। আর এই অসচেতনতার ফলেই মাঝেমধ্যেই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। এই পরিস্থিতি রুখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে বন দফতর।
advertisement
advertisement
জঙ্গলের মাঝপথে যানবাহন দাঁড় করানো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে লাটাগুড়ি জঙ্গলের বেশ কিছু এলাকায়। জাতীয় সড়ক ও সংলগ্ন রাস্তা জুড়ে বাড়ানো হয়েছে বনকর্মীদের টহলদারি। পর্যটকদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সতর্কবার্তা, যাতে তারা এই নিয়ম লঙ্ঘন না করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতরের তরফে জানানো হয়েছে, যারা এই নিয়ম অমান্য করবেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করলে তার জেরে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ রুখতেই প্রশাসনের এই উদ্যোগ। পর্যটকদের উদ্দেশ্যে বন দফতরের পরামর্শ, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, তবে নিয়ম মেনে। জঙ্গলের জীবন ও বাস্তুতন্ত্র রক্ষা করাই সবার প্রথম দায়িত্ব। তাই কেউ যাতে বন্যপ্রাণীদের ক্ষতি না করেন, সেই বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষের ছোট্ট সচেতনতা বড় দুর্ঘটনা এড়াতে পারে। প্রকৃতিকে ভালবাসুন, নিয়ম মেনে চলুন।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 29, 2025 3:27 PM IST
