Indian Cricket Team Selection: দল নির্বাচন দেখে চোখ কপালে, অফফর্মের অধিনায়ক নেতৃত্বই দেবেন, গিল নাকি টিমে ফিট নন, ২ বছর বাদে ঈশান

Last Updated:
পনেরো জনের দলে রয়েছে সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।
1/8
কলকাতা: টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের নির্বাচনে মেগা চমক৷ পনেরো জনের দলে জায়গা ফিরে পাওয়ার আনন্দের মধ্যেই গিলের জন্য দল থেকে বাদ যাওয়ার মারাত্মক খবর৷ গিল বেশ কিছুদিন ধরেই টি টোয়েন্টিতে ফর্মের ধারেকাছে নেই, আর সেই কারণেই কি গিল বাদ পড়লেন, নানা মহলে গুঞ্জন চরমে৷ কিন্তু ম্যানেজমেন্টের দাবি চোটের কারণে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের টি টোয়েন্টি বিশ্বকাপে নেই৷
কলকাতা: টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের নির্বাচনে মেগা চমক৷ পনেরো জনের দলে জায়গা ফিরে পাওয়ার আনন্দের মধ্যেই গিলের জন্য দল থেকে বাদ যাওয়ার মারাত্মক খবর৷ গিল বেশ কিছুদিন ধরেই টি টোয়েন্টিতে ফর্মের ধারেকাছে নেই, আর সেই কারণেই কি গিল বাদ পড়লেন, নানা মহলে গুঞ্জন চরমে৷ কিন্তু ম্যানেজমেন্টের দাবি চোটের কারণে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের টি টোয়েন্টি বিশ্বকাপে নেই৷
advertisement
2/8
পনেরো জনের দলে রয়েছে সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।
পনেরো জনের দলে রয়েছে সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।
advertisement
3/8
পাশাপাশি আগরকর বাড়তি যুক্তি দিয়ে বলেছেন দলের কম্বিনেশনে নাকি ফিট হচ্ছেন না শুভমান গিল৷ দলের একজন বাড়তি উইকেট কিপার রাখার জন্যেই নাকি গিলকে এই বিশ্বকাপের দলে রাখা হয়নি৷  তাঁর ফর্ম নিয়ে কোনও নাকি প্রশ্ন নেই৷
পাশাপাশি আগরকর বাড়তি যুক্তি দিয়ে বলেছেন দলের কম্বিনেশনে নাকি ফিট হচ্ছেন না শুভমান গিল৷ দলের একজন বাড়তি উইকেট কিপার রাখার জন্যেই নাকি গিলকে এই বিশ্বকাপের দলে রাখা হয়নি৷  তাঁর ফর্ম নিয়ে কোনও নাকি প্রশ্ন নেই৷
advertisement
4/8
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক নেই টি টোয়েন্টি বিশ্বকাপে৷ সেটাও টিম কম্বিনেশন বজায় রাখার জন্য৷ ১৫ জনের দলে যেখানে ফিরে এসেছেন রিঙ্কু সিংও৷ যিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে ড্রপ হয়েছিলেন খারাপ ফর্মের জন্য৷ সেখানে তিনিও দলে ফিরে এলেন৷
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক নেই টি টোয়েন্টি বিশ্বকাপে৷ সেটাও টিম কম্বিনেশন বজায় রাখার জন্য৷ ১৫ জনের দলে যেখানে ফিরে এসেছেন রিঙ্কু সিংও৷ যিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে ড্রপ হয়েছিলেন খারাপ ফর্মের জন্য৷ সেখানে তিনিও দলে ফিরে এলেন৷
advertisement
5/8
ঈশান কিষাণ সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে যে ফর্ম দেখাচ্ছিলেন তাঁকে বাদ অগ্রাহ্য করা সম্ভব ছিল না নির্বাচকদের জন্য৷ ফলে তিনি প্রায় ২ বছরের বেশি সময় জাতীয় দল থেকে বাদ থাকার পর ফের ফেরত এলেন৷
ঈশান কিষাণ সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে যে ফর্ম দেখাচ্ছিলেন তাঁকে বাদ অগ্রাহ্য করা সম্ভব ছিল না নির্বাচকদের জন্য৷ ফলে তিনি প্রায় ২ বছরের বেশি সময় জাতীয় দল থেকে বাদ থাকার পর ফের ফেরত এলেন৷
advertisement
6/8
যশস্বী জয়সওয়াল যিনি গতবারের টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দলের অংশ হলেও এবারের দলে তাঁর নাম নিয়ে আলোচনাও করা হয়নি৷ তাঁকেও নাকি টিম কম্বিনেশনে ফিট না হওয়ার জন্যেই রাখা হয়নি৷
যশস্বী জয়সওয়াল যিনি গতবারের টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দলের অংশ হলেও এবারের দলে তাঁর নাম নিয়ে আলোচনাও করা হয়নি৷ তাঁকেও নাকি টিম কম্বিনেশনে ফিট না হওয়ার জন্যেই রাখা হয়নি৷
advertisement
7/8
এদিকে অফ ফর্মের সূর্যকুমারকে যখন প্রশ্ন করা হয় তাঁর ফর্ম নিয়ে তখন তিনি জানিয়েছেন তিনি জানেন কোথায় খামতি হচ্ছে৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও সেটা নিয়ে কাজ করবেন তিনি৷
এদিকে অফ ফর্মের সূর্যকুমারকে যখন প্রশ্ন করা হয় তাঁর ফর্ম নিয়ে তখন তিনি জানিয়েছেন তিনি জানেন কোথায় খামতি হচ্ছে৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও সেটা নিয়ে কাজ করবেন তিনি৷
advertisement
8/8
তিন মাস আগের ভিডিও দেখেছেন বলে জানিয়েছেন তিনি৷ এর পাশাপাশি তিনি জানিয়েছেন আগের ভিডিও দেখে তিনি নিজের পুরনো ফর্ম বোঝার চেষ্টা করছেন৷ অধিনায়কের মতে অদৃশ্য কোনও কারণ রয়েছে যার জন্য তিনি আউট হচ্ছেন অথচ নেটে তিনি দারুণ ব্যাট করছেন৷ সূর্য আশাবাদী দ্রুত ফর্মে ফিরবেন তিনি৷
তিন মাস আগের ভিডিও দেখেছেন বলে জানিয়েছেন তিনি৷ এর পাশাপাশি তিনি জানিয়েছেন আগের ভিডিও দেখে তিনি নিজের পুরনো ফর্ম বোঝার চেষ্টা করছেন৷ অধিনায়কের মতে অদৃশ্য কোনও কারণ রয়েছে যার জন্য তিনি আউট হচ্ছেন অথচ নেটে তিনি দারুণ ব্যাট করছেন৷ সূর্য আশাবাদী দ্রুত ফর্মে ফিরবেন তিনি৷
advertisement
advertisement
advertisement