Jalpaiguri News: আলু নিয়ে ফড়েদের দাপট শেষ! সরকারের এক সিদ্ধান্তে লাভের মুখ দেখছেন অন্নদাতারা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
রাজ্য সরকারের সহায়ক মূল্যে আলু কেনার প্রক্রিয়া শুরু
জলপাইগুড়ি: সরকারি সহায়ক মূল্যে আলু কেনা শুরু, খুশি কৃষকরা, কিন্তু চাহিদার তুলনায় কম! আলু চাষিদের স্বার্থরক্ষায় রাজ্য সরকার সরাসরি কৃষকদের থেকে সহায়ক মূল্যে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকে সরকারি নির্দেশ মেনে নয় টাকা কেজি দরে আলু কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কৃষকরা বলছেন, সরকারের নির্ধারিত ৭০ প্যাকেট আলুতে চাহিদা মিটবে না, বরং আরও বেশি পরিমাণ আলু কেনা হলে প্রকৃত উপকার মিলবে।
প্রতি বছর কম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়ায় চাষিদের মধ্যে ক্ষোভ জমে। কৃষকরা ন্যায্যমূল্যের দাবিতে আন্দোলনে নামেন বারবার। এবার সেই পরিস্থিতির কিছুটা হলেও সমাধান আনতে সরাসরি কেনার নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। নির্দেশ অনুযায়ী, একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৭০ প্যাকেট পর্যন্ত আলু কেনা হচ্ছে এবং সঙ্গে সঙ্গেই চেকের মাধ্যমে মূল্য প্রদান করা হচ্ছে।
advertisement
advertisement
ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু জানান, “চাষিরা যাতে কোন সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। সরাসরি কেনার ফলে তারা মধ্যস্বত্বভোগীদের শোষণ থেকে মুক্তি পাবেন এবং ন্যায্যমূল্য নিশ্চিত হবে।” তবে কৃষকদের একাংশের দাবি, ৭০ প্যাকেটের সীমাবদ্ধতা থাকায় তারা পর্যাপ্ত লাভ পাচ্ছেন না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক কৃষকের বক্তব্য, “আমরা যদি আরও বেশি আলু সরবরাহ করতে পারতাম, তাহলে আমাদের জন্য অনেক ভাল হত।” বর্তমানে ময়নাগুড়ি ব্লকের দুটি হিমঘরে এই আলু সংগ্রহের কাজ চলছে। কৃষকরা আশাবাদী, সরকার যদি চাহিদার ভিত্তিতে কেনার পরিমাণ বাড়ায়, তা হলে তারা প্রকৃত সুবিধা পাবেন।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 1:38 PM IST
