Indian Railways : দালাল চক্রে লাগাম! তৎকাল টিকিট বুকিংয়ে এবার নতুন পদক্ষেপ রেলের, একাধিক ট্রেনের ক্ষেত্রে চালু নিয়ম

Last Updated:
Railway Ticket Booking : টিকিট বুকিং-এর ক্ষেত্রে দালাল চক্র রুখতে এবার অভিনব পদক্ষেপ রেলের। তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে এবারে আবশ্যিক আধার ভিত্তিক ওটিপি, জানাল পূর্ব রেলের মালদহ ডিভিশন।
1/6
টিকিট বুকিং এর ক্ষেত্রে দালাল চক্র রুখতে এবারে অভিনব পদক্ষেপ রেলের। তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে এবারে আবশ্যিক আধার ভিত্তিক ওটিপি জানাল পূর্ব রেলের মালদহ ডিভিশন। ইতিমধ্যে মালদহ ডিভিশনের একাধিক ট্রেনের ক্ষেত্রে চালু করা হয়েছে এই বিশেষ পদ্ধতি।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
টিকিট বুকিং-এর ক্ষেত্রে দালাল চক্র রুখতে এবার অভিনব পদক্ষেপ রেলের। তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে এবারে আবশ্যিক আধার ভিত্তিক ওটিপি জানাল পূর্ব রেলের মালদহ ডিভিশন। ইতিমধ্যে মালদহ ডিভিশনের একাধিক ট্রেনের ক্ষেত্রে চালু করা হয়েছে এই বিশেষ পদ্ধতি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
রেল পরিষেবায় তৎকাল টেকিং বুকিং ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে এমন উদ্যোগ বলে জানিয়েছে রেল ডিভিশন। মূলত তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে দেখা দেয় দালালদের আগাম বুকিং। যার ফলে প্রকৃত যাত্রীদের মূল্যের বাইরে অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হয় তৎকাল টিকিট। তাই তৎকাল টিকিট বুকিং এ অপব্যবহার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
রেল পরিষেবায় তৎকাল টিকিট বুকিং ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে এমন উদ্যোগ বলে জানিয়েছে রেল ডিভিশন। মূলত তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে দেখা দেয় দালালদের আগাম বুকিং। যার ফলে প্রকৃত যাত্রীদের মূল্যের বাইরে অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হয় তৎকাল টিকিট। তাই তৎকাল টিকিট বুকিং-এর অপব্যবহার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে মালদহ ডিভিশনের ট্রেন এবং মালদহ ডিভিশনের উপর দিয়ে চলাচলকারী একাধিক ট্রেনের ক্ষেত্রে চালু হয়েছে এই বিশেষ পদ্ধতি। যার মধ্যে রয়েছে ছয়টি এক্সপ্রেস ট্রেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে মালদহ ডিভিশনের ট্রেন এবং মালদহ ডিভিশনের উপর দিয়ে চলাচলকারী একাধিক ট্রেনের ক্ষেত্রে চালু হয়েছে এই বিশেষ পদ্ধতি। যার মধ্যে রয়েছে ৬টি এক্সপ্রেস ট্রেন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
ট্রেন নাম্বার ১২২৫৪ ভাগলপুর-এসএমভিটি বেঙ্গালুরু অঙ্গ এক্সপ্রেস, ১২৩৬৭ ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনাল বিক্রমশীলা এক্সপ্রেস, ১২৩৩৫ ভাগলপুর-লোকমান্য তিলক এসএফ এক্সপ্রেস, ২২৯৪৮ ভাগলপুর-সুরাট এক্সপ্রেস, ১২৩৪৫ সরাইঘাট এক্সপ্রেস, ১২৩৪৩ দার্জিলিং মেল এবং অন্যান্য বিজ্ঞাপিত ট্রেনে তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে এই আধার ভিত্তিক ওয়ান টাইম পাসওয়ার্ড প্রক্রিয়া চালু করা হয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
ট্রেন নম্বর ১২২৫৪ ভাগলপুর-এসএমভিটি বেঙ্গালুরু অঙ্গ এক্সপ্রেস, ১২৩৬৭ ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনাল বিক্রমশীলা এক্সপ্রেস, ১২৩৩৫ ভাগলপুর-লোকমান্য তিলক এসএফ এক্সপ্রেস, ২২৯৪৮ ভাগলপুর-সুরাট এক্সপ্রেস, ১২৩৪৫ সরাইঘাট এক্সপ্রেস, ১২৩৪৩ দার্জিলিং মেল এবং অন্যান্য বিজ্ঞাপিত ট্রেনে তৎকাল টিকিট বুকিং-এর ক্ষেত্রে এই আধার ভিত্তিক ওয়ান টাইম পাসওয়ার্ড প্রক্রিয়া চালু করা হয়েছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান,
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অপব্যবহার রোধ করতে মালদহ ডিভিশনে তৎকাল টিকিটের জন্য আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণ ব্যবস্থা চালু করা হয়েছে। এক্ষেত্রে প্রকৃত যাত্রীরা তৎকাল টিকিট বুকিং-এর ক্ষেত্রে রেল নির্ধারিত ন্যায্য মূল্য দিয়ে টিকিট বুকিং করতে পারবেন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
তিনি আর‌ও জানান,
তিনি আর‌ও জানান, "মালদহ ডিভিশনের অধীনস্থ একাধিক ট্রেনগুলির জন্য এই ব্যবস্থাটি চালু করা হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে রেলের এমন উদ্যোগে সহযোগিতা করার জন্য। যাতে রেল পরিষেবায় জনসাধারণ এবং যাত্রীরা ডিজিটাল পরিষেবা কে উন্নত পরিষেবা হিসেবে উপভোগ করতে পারেন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement