বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। ফালাকাটাবাসীকে সংস্কৃতিমুখর করতে এই উদ্যোগ বলে জানা যায়। ফালাকাটা ড্রামাটিক হল কমিটির পক্ষ থেকে নাটকের আয়োজন বছরের প্রতি সময় করা হয়। একাঙ্ক নাটক বর্তমানে বিলুপ্তপ্রায়। এই নাটকের মূল বৈশিষ্ট নাটকটিকে সরলভাবে উপস্থাপিত করা। দীর্ঘ সময় নয়, খুব কম সময়ে নাটকটি উপস্থাপিত করতে হয় বলে জানা যায়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যুব সমাজকে নাটকমুখী করার লক্ষ্যে এবং সংস্কৃতি চেতনা বৃদ্ধির লক্ষ্যেই এই একাঙ্ক নাটক উৎসবের আয়োজন করা হয়েছেl বর্তমান সময়ের যুবসমাজ মোবাইলের দিকে আসক্ত হচ্ছে, সেখান থেকে তাদেরকে বেরিয়ে এসে সংস্কৃতি চর্চায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। সপ্তাহধরে চলবে এই উৎসব। উৎসবে সহায়তা করছে ফালাকাটা ব্লক প্রশাসন।
advertisement
আরও পড়ুন: চাকরি নিয়ে চিন্তা দূর! এবার ইন্টারভিউয়ে পাশ মানেই মোটা বেতনে কাজের সুযোগ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিডিও অনিক রায় জানান, “সংস্কৃতি চর্চার অন্যতম স্থান ফালাকাটা। এখানে প্রাচীন হল রয়েছে, যেটি নাট্যচর্চার কেন্দ্র। বর্তমান সময়ের ছেলেমেয়েরা তেমন আগ্রহী নয়। তবে হল কর্তৃপক্ষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সাধুবাদ পাওয়ার যোগ্য।” জানা গিয়েছে এই রাজ্য ও প্রতিবেশী রাজ্য মিলিয়ে মোট ৭০ টি নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চস্থ হচ্ছে। অসম রাজ্যের নাটকগুলি মন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের।
Annanya Dey





