Job Fair: চাকরি নিয়ে চিন্তা দূর! এবার ইন্টারভিউয়ে পাশ মানেই মোটা বেতনে কাজের সুযোগ

Last Updated:

ইন্টারভিউ দিয়েই মিলছে কাজের সুযোগ, বড় উদ্যোগ সরকারের

+
জব

জব ফেয়ারে চাকরির ইন্টারভিউ

মুর্শিদাবাদ: কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে মিলছে চাকরির সুযোগ। সরকারি কর্ম বিনিয়োগ কেন্দ্র অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিয়মিত যোগাযোগ রাখলে মিলতে পারে চাকরি। আপনার নাম যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে লিপিবদ্ধ থাকে তাহলে আপনার কাছে সরকারি উদ্যোগে আছে বড় সুযোগ। সময়ের সঙ্গে বদল হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মপদ্ধতির, আধুনিকীকরণের পাশাপাশি কার্ডের বদলে চালু হয়েছে অনলাইন পোর্টাল, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক।
যুব সমাজের কথা মাথায় রেখেই মিলছে বিভিন্ন বেসরকারি সেক্টরে চাকরির সুযোগ। সৌজন্যে কর্মবিনিয়োগ কেন্দ্র। মুর্শিদাবাদ জেলার কান্দি কর্ম বিনিয়োগ কেন্দ্র আয়োজন করেছে জব ফেয়ারের। বর্তমানে দৈনন্দিন চলছে এই জব ফেয়ার কর্মসূচি। কর্মবিনিয়োগ কেন্দ্রের অধীনে বিভিন্ন সময়ে উচ্চ মাধ্যমিক ও কলেজ সম্পন্ন করেই চাকরির আশায় নাম নথিভুক্ত করা হয়। তাই তাদের কথা মাথায় রেখে ট্রেনিং সেন্টারে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জানা গিয়েছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কলের বদলে সমস্ত সরকারি চাকরিতেই প্রতিযোগিতামূলক পরীক্ষা বর্তমানে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, এর সঙ্গে সমঞ্জস্য রেখেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চালু হয়েছে একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা। যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য চালু হয়েছে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ তেমনই কেরিয়ার টক প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মকে কেরিয়ারের বিষয়ে নতুন দিশা দেখানো।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেসরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাকে মাথায় রেখে বিভিন্ন প্রাইভেট সংস্থার মাধ্যমে কখনও কখনও জব ড্রাইভের মত প্রোগ্রাম আয়োজন করা হয়। এর মাধ্যমে কর্মপ্রার্থীদের সঙ্গে সংস্থার সেতুবন্ধন করছে রাজ্য সরকারের এই দফতর। বেসরকারি অনেক সংস্থায় ‘ওয়াক ইন ইন্টারভিউ’তে ডাক পাচ্ছেন অগণিত যুবক-যুবতি।
advertisement
কান্দি মহকুমা কর্মবিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মহম্মদ সাব্বির আহমেদ জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা পিছিয়ে পড়া এক মহকুমা। যুবক যুবতিরা তারা এসে ইন্টারভিউ দিয়েই মিলছে এই কাজের সুযোগ। কাজ করতে পারলেই ভাল বেতন মিলছে।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job Fair: চাকরি নিয়ে চিন্তা দূর! এবার ইন্টারভিউয়ে পাশ মানেই মোটা বেতনে কাজের সুযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement