আরও পড়ুনঃ যদি এক মাস ভাত বা রুটি খাওয়া বন্ধ করে দেন… কী হবে জানেন শরীরে! আদৌ কী লাভ হয়, না ক্ষতি?
ভোর তিনটে বাজলেই জলদাপাড়া অভয়ারণ্যের একটি বুনো হাতি এসে প্রায় ঘন্টাখানেক তাণ্ডব চালায় এলাকায়। গত কয়েকদিন থেকেই জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া নিকটবর্তী এলাকা গুলিতে বুনো হাতি তাণ্ডব চালাচ্ছে। বন কর্মীরা যদিও রাতে হাতি তাড়ানোর জন্য ডিউটি করে চলেছেন। তবুও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েই যাচ্ছে। কারণ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারছেন না বন কর্মীরা, এর ফলে অনেকেরই বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ বড় খবর! বাড়ছে টিভি দেখার খরচ! ১ ফেব্রুয়ারি থেকে চ্যানেলের নতুন দাম! রইল নয়া প্রাইস চার্ট
সিধাবাড়ি এলাকার খোকারাম বর্মনের বাড়ি ও নির্মলা মন্ডলের বাড়িতে বনকর্মীরা কেউ আসেনি বলে তাঁরা জানিয়েছেন। সকাল থেকেই এলাকার যুবকদের দেখা যায় ফোন হাতে মাঠের কোণে গিয়ে দাঁড়িয়ে থাকতে। হাতির ছবি তোলেন তাঁরা।
Annanya Dey






