গ্রামের মানুষ আজও স্বপ্ন দেখছে ধস কবলিত এলাকা ঠিক করে নতুন করে মন্দির তৈরি হবে। চারিদিকে সারি সারি পাহাড় আর সেই পাহাড়ের বুক চিরে নিজ গতিতে বইছে পাহাড়ি ঝরনা। তার মাঝেই রয়েছে এই দেবী মাতার মন্দির, তবে বর্তমানে এর কোন অস্তিত্ব নেই। মন্দিরে প্রবেশের রাস্তা থেকে শুরু করে মন্দিরে বেশিরভাগ অংশ ধসে তলিয়ে যায়, তবে দেবী মাতার পুজোর কিছু জিনিস এখনো পাথরের মাঝে রয়েছে।
advertisement
আরও পড়ুন: পাহাড়-নদী-জঙ্গলে ঘেরা, অ্যাডভেঞ্চারে ঠাসা এই পাহাড়ি গ্রাম, বড়দিনের ছুটির এটাই সেরা ঠিকানা
আরও পড়ুন: ছবির চেয়েও সুন্দর এই গ্রাম, পৌঁছলেই প্রকৃতির ছোঁয়ায় মন ভরবে, বড়দিনে ঘুরে আসুন
এই প্রসঙ্গে সেই গ্রামের এক বাসিন্দা সুজয় প্রধান বলেন, প্রত্যেক শনিবারে গ্রামের প্রত্যেকটি মানুষ এই দেবী মাতার মন্দিরে পুজো দিতে আসত। তবে বর্তমানে ধসের কারণে সেই মন্দিরে যাওয়ার রাস্তা না থাকায় পুজো দিতে পারে না গ্রামের মানুষরা। এই মন্দিরটি তৈরি হলে গ্রামের মানুষের জন্য অনেকটাই ভাল হবে। গত জুন মাসের প্রবল বৃষ্টিতে ধসের ক্ষতিগ্রস্ত রোহিনীর গৌরীগাও-এর দেবী মাতার মন্দির নতুন করে তৈরির আশায় বসে রয়েছে গ্রামের প্রত্যেকটি মানুষ।
সুজয় ঘোষ





