Darjeeling Trip: পাহাড়-নদী-জঙ্গলে ঘেরা, অ্যাডভেঞ্চারে ঠাসা এই পাহাড়ি গ্রাম, বড়দিনের ছুটির এটাই সেরা ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling Trip: দার্জিলিংয়ের রোহিনীর বুকে এই গ্রামে গেলেই মিলে যাবে বিভিন্ন অ্যাডভেঞ্চার এক্টিভিটিসের মজা। বর্তমানে পর্যটকদের আকর্ষণের জন্য শুরু হয়েছে এটিভি অ্যাডভেঞ্চার রাইড থেকে শুরু করে, প্যারাগ্লাইডিং , হাইকিং সহবিভিন্ন অ্যাক্টিভিটিস।
দার্জিলিং: বর্তমানে বেশিরভাগ পর্যটক শহরের ভিড়ভার ছেড়ে নিরিবিলি শান্ত পরিবেশে কোন অফবিট ডেস্টিনেসনে থাকতে বেশি পছন্দ করে। তার ওপর যদি চোখের সামনে পাহাড় নদী জঙ্গল সব মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে তোকথাই নেই। বর্তমানে দার্জিলিঙে যাওয়ার পথে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রাম পর্যটকদের কাছে এক অন্যরকম পাওনা।
রোহিণীর আলে টপ চুম্বকের মতো আকর্ষণ করছে পর্যটকদের। এই গ্রামে ঢুকতেই দু-হাত ভরে সবুজে ঘেরা পাহাড় জঙ্গল এবং পাহাড়ের বুক চিরে বয়ে চলা পাহাড়ি ঝর্না স্বাগত জানাবে আপনাকে। এখানে এলে মনের সঙ্গে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন ঘটে। এখানে বসে দু-চোখ ভরে প্রকৃতিকে দেখতে দেখতে থাকবে স্থানীয় খাবার খাওয়ার স্বাদ।
advertisement
আরও পড়ুনঃ সুপারস্টার হ্যান্ডসাম বাবা, ৯ বছরে একটিও হিট ছবি নেই ‘সুপার ফ্লপ’ মেয়ের, তবুও সম্পত্তির শেষ নেই এই নায়িকার, কে বলুন তো?
শুধু তাই নয়, দার্জিলিংয়ের রোহিনীর বুকে এই গ্রামে গেলেই মিলে যাবে বিভিন্ন অ্যাডভেঞ্চার এক্টিভিটিসের মজা। বর্তমানে পর্যটকদের আকর্ষণের জন্য শুরু হয়েছে এটিভি অ্যাডভেঞ্চার রাইড থেকে শুরু করে, প্যারাগ্লাইডিং , হাইকিং সহবিভিন্ন অ্যাক্টিভিটিস।
advertisement
advertisement
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দেবযানী প্রধান বলেন, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গা বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের। প্রকৃতির মাঝে বসে কিছুটা সময় কাটানোর পাশাপাশি পাহাড়ের মাঝে লেকের জলে বোটিং থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস সব কিছু মজা মিলবে এখানে। পর্যটকদের কথা মাথায় রেখেই গ্রামেই তৈরি হয়েছে রাত্রিযাপনের জন্য ছোট ছোট কটেজ।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 2:01 PM IST
