TRENDING:

Malda News: দোকান তো নয় যেন আস্ত গার্ডেন! বড়দিনের আগে এই কেক বিক্রেতার কাজকর্মেই ছুটে আসেন ক্রেতারা

Last Updated:

এই কেক বিক্রেতা বড়দিনের আগে দোকান করতে গিয়ে সাজিয়ে ফেলেন গোটা পাড়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: কোন আর্টিফিশিয়াল গাছ নেই। বিদেশি বিভিন্ন প্রজাতির পাতাবাহার গাছে ভরে উঠেছে রাস্তার দুই দিক। সঙ্গে আলোর বাহার। রাস্তার দুপাশ সেজেছে বড়দিনের উৎসবে। কিন্তু কোন ক্লাব বা প্রশাসনের উদ্যোগে নয়, এই রাস্তা সেজেছে স্থানীয় এক ক্ষুদ্র কেক বিক্রেতার উদ্যোগে। প্রতিবছর বড়দিন উপলক্ষে তিনি পাড়ায় একটি কেকের দোকান করেন। আর বড়দিনের উৎসবে সাজিয়ে তোলেন গোটা এলাকা। উৎসবকে উৎসবমুখর করে তুলতে তাঁর এমন পরিকল্পনা। এমন সাজানো গুছানো থাকায় অনেকেই আসেন এখানে কেক কিনতে।
advertisement

তবে আর পাঁচটা বেকারি বা কেক বিক্রেতাদের মত তিনি কোন প্রতিযোগিতায় নেই। সকলেই যেন এই উৎসবে সামিল হতে পারেন তাই তিনি গত ২৪ বছর ধরে এই কেকের অস্থায়ী দোকান করে আসছেন। মালদহ শহরের গ্রিন পার্ক এলাকার বাসিন্দা জীবন কুমার ঝাঁ। পেশায় তিনি ডেকোরেটর ব্যবসায়ী। তবে গত ২৪ বছর ধরে তিনি পাড়ায় বড়দিন উপলক্ষে কেকের দোকান করে আসছেন। প্রথম বছর সকলেই যেন তার দোকান সহজেই খুঁজে পায় তার জন্য গোটা এলাকায় গাছ ও আলো দিয়ে সাজিয়ে তুলেছিলেন। তারপর থেকে অব্যাহত রয়েছে তার এই উদ্যোগ। জীবন কুমার ঝাঁ বলেন, “উৎসবকে উৎসবমুখর করে তুলতে পরিকল্পনা। সকলেই যেন উৎসবে শামিল হতে পারেন। কেক বিক্রি উদ্দেশ্য নয়, উৎসব সকলের মধ্যে ভাগ করে নিতেই এমন পরিকল্পনা।”

advertisement

আরও পড়ুন: অন্যদের থেকে পুরো আলাদা! ভোটে জিতে দু দু’বারের জনপ্রতিনিধি হয়েও বাজারে বসে বেচেন মাছ

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এখন শহরে প্রশাসনের উদ্যোগে কার্নিভালের অনুষ্ঠান হচ্ছে। কিন্তু তার আগে থেকেই মালদহ শহরের গ্রিন পার্কের বাসিন্দা জীবন কুমার ঝাঁ বড়দিন উপলক্ষে কার্নিভাল করে আসছেন। তবে তাঁর কার্নিভাল সম্পূর্ণ আলাদা, এখানে কোন আর্টিফিশিয়াল ব্যবস্থা নেই, আন্তরিকতা ও সকলকে উৎসবমুখর করতে তিনি নিজের উদ্যোগেই এমন ব্যবস্থা করে থাকেন। পাড়া প্রতিবেশীদেরও তাঁর এমন উদ্যোগ ভাল লেগেছে। তাইতো সকলেই সাহায্য করতে চান। কিন্তু জীবন বাবু চান যতদিন পারবেন তিনি নিজের উদ্যোগেই বড়দিনের উৎসব উপলক্ষে এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন গোটা পাড়া।

advertisement

আরও পড়ুন: দিঘায় এবার পা রাখা ভয়ঙ্কর…! পর্যটকদের জন্য যা করল ভারতীয় রেল, জানলে যাওয়ার আগে দু’বার ভাববেন আপনিও

গত ২৪ বছর ধরে এই দোকান করে আসছেন। আগামী বছর ২৫ বছরে পদার্পণ করবে তাঁর এই দোকান। তাই আগামী বছর আরও বড় কিছু পরিকল্পনা রয়েছে। বড়দিনের কয়েকদিন আগে থেকে তিনি এই দোকান করে থাকেন। দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে আছেন। কেক কেনেন, আবার অনেকে কেক কেনেন না কিন্তু ঘুরতে আসেন এখানে। উৎসব উপলক্ষে মানুষ এখানে ঘুরতে আসেন এটি তাঁকে অনুপ্রেরণা যোগায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: দোকান তো নয় যেন আস্ত গার্ডেন! বড়দিনের আগে এই কেক বিক্রেতার কাজকর্মেই ছুটে আসেন ক্রেতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল