ফিরে এসেছে জয়ন্তি পর্যটন কেন্দ্রের সেই পুরনো ছবি। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তি, রাজাভাতখাওয়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে দেখা যাচ্ছে পর্যটকদের। মুখে চওড়া হাসি পর্যটন ব্যবসায়ীদের। দু’মাসের খরা কেটেছে জয়ন্তিতে। যার কারণে প্রতিদিন পর্যটন ব্যবসায়ীদের দেখা যাচ্ছে বক্সা গেট, জয়ন্তি চৌপথীতে দাঁড়িয়ে পর্যটকদের স্বাগত জানাতে। ভিড়ে ঠাসাঠাসি প্রতিটি পর্যটন কেন্দ্র। সম্প্রতি আলিপুরদুয়ারে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পর্যটকদের থেকে কোনো ফি নেবে না বন দফতর। জঙ্গলে প্রবেশ এখন অবাধ। তারপর থেকে লক্ষ্য করা যাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে পর্যটকদের আনাগোনা।
advertisement
আরও পড়ুন: মোমো, থুপকা তো অনেক হল, বাজার কাঁপাচ্ছে নয়া তিব্বতি খানা লাফিং
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পর্যটন ব্যবসায়ী অয়ন নাইডু জানান, “পর্যটক আসবে জঙ্গলে সেটা আমরা বরাবর চেয়ে এসেছি। জয়ন্তি, রাজাভাতখাওয়া পর্যটক ছাড়া ভাবাই যায়না। সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়েছে আশা করছি। বক্সার পর্যটন এবারে ঘুরে দাঁড়াবেই।” গ্রিন ট্রাইবুনালের মামলা বিচারাধীন রয়েছে আদালতে। তবে বক্সা পর্যটনে অনিশ্চিয়তার মেঘ কাটছে ধীরে ধীরে। পিকনিক শুরু হয়েছে ফের জয়ন্তিতে। শুরু হয়েছে ফের সাফারি।
Annanya Dey






