আরও পড়ুন: সরস্বতী পুজোর মঞ্চই বিয়ের ছাদনাতলা! হল শুভদৃষ্টি-সিঁদুর দান
এক সময় স্থানীয় ভুটানিরা এখানে কালীপুজো করতেন। অদ্ভুত দর্শন এই কালী মূর্তির মধ্যে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির যৌথ ছোঁয়া রয়েছে। প্রত্যক্ষদর্শী খুঁজে পাওয়া মুশকিল হলেও আজও টিনের চালা ঘরগুলোই বলে দেয় অনেক অজানা ইতিহাস লুকিয়ে আছে এর মধ্যে। সময়টা ইংরেজ শাসনকাল। ডুয়ার্সের বিভিন্ন পাহাড়ের ঢালে ইংরেজ সাহেবরা রোপন করে চলেছে একের পর এক চা গাছ। পাহাড়ের ঢালে অবস্থিত এই মেটেলিতে আজও রয়েছে একাধিক বড় চা বাগান। খানিক উপরে গেলেই অবস্থিত সাম সিং, কুমাই জনপদের যোগ রয়েছে পার্শ্ববর্তী কালিম্পং জেলার সঙ্গে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
একদিকে দুর্গম পাহাড়ি জনপদ। অপরদিকে চা বাগান ঘেরা মেটেলি। এই দুই লোকালয়ের নিত্য নৈমিত্তিক প্রয়োজন মেটানোর জন্য আজও অপরিহার্য সাপ্তাহিক মেটেলি হাট। জামা-কাপড়, পাহাড়ি শাকসবজি, মাছ-মাংস থেকে আধুনিক সাজসজ্জার সম্ভার নিয়ে আজও ব্যাপারীরা সপ্তাহের রবি এবং বুধবার লক্ষ্মী লাভের আশায় ছুটে আসেন মেটেলি হাটে। তবে যে শুধুই বাজার হাট তাই নয়, সপ্তাহের এই দু’দিন এই মেটেলি হাট কার্যত পরিণত হয় পাহাড়-সমতলের মানুষের মিলন মেলায়।
সুরজিৎ দে