Bengali News: সরস্বতী পুজোর মঞ্চই বিয়ের ছাদনাতলা! হল শুভদৃষ্টি-সিঁদুর দান
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ব্যান্ড পার্টির বাজনার তালে তালে আনন্দে নাচছে বর যাত্রী, কনে যাত্রীরা। সারি দিয়ে সাজানো টোটোতে চেপে আসেন বর ও কনে
পশ্চিম মেদিনীপুর: একদিকে বাজছে ব্যান্ড পার্টি বাজনা, অন্যদিকে বৈদিক মন্ত্র উচ্চারণ করে কন্যা সম্প্রদান করছেন তিন মা। সকলে মিলে দিচ্ছেন উলুধ্বনি। অভিনব এক বিয়ের আসরের সাক্ষী রইল হাজার হাজার মানুষ। সম্পূর্ণ রীতি রেওয়াজ মেনে শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুর দান, খই পোড়ানোর মধ্য দিয়ে বিয়ের আয়োজন হল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। সরস্বতী পুজোর সাংস্কৃতিক মঞ্চই বিয়ের ছাদনাতলা।
ব্যান্ড পার্টির বাজনার তালে তালে আনন্দে নাচছে বর যাত্রী, কনে যাত্রীরা। সারি দিয়ে সাজানো টোটোতে চেপে এসেছেন বর ও কনে। ১২ তম বর্ষে ১৩ জোড়া বর-কনের বিয়ে দিল বেলদা ক্লাব। প্রতিবছর শিক্ষা সামগ্রী প্রদান, ট্রাই সাইকেল প্রদানের পাশাপাশি গণবিবাহের আয়োজন করে পশ্চিম মেদিনীপুরের এই ক্লাব। সরস্বতী পুজো উপলক্ষে ছিল সেই গণবিবাহ কর্মসূচি।
advertisement
advertisement
বিভিন্ন বাছাই পর্বের পর জেলার পিছিয়ে পড়া এলাকার গরিব ছেলেমেয়েদের বিয়ের আয়োজন করে এই ক্লাবটি। প্রতিবছরের মত এই বছর হয় ১৩ জোড়া বর-কনের বিয়ের আয়োজন। বৈদিক মন্ত্র উচ্চারণ, শুভ দৃষ্টি সহ সকল রীতি নিয়ম মেনে আয়োজন করা হয় গণবিবাহের। শুধু তাই নয়, সরকারি মতে বিয়ের রেজিস্ট্রেশন এবং বিয়ের যাবতীয় আসবাবপত্র দেওয়া হয় নব দম্পতিদের। ছিল বৌভাতেরও আয়োজন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিনের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, বেলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ একাধিক বিশিষ্টজনেরা। এই বিয়েতে পৌরহিত ও কন্যা সম্প্রদান করেন ক্লাবের মহিলা সদস্যরা।
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2024 8:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Bengali News: সরস্বতী পুজোর মঞ্চই বিয়ের ছাদনাতলা! হল শুভদৃষ্টি-সিঁদুর দান






