আরও পড়ুনঃ জয়েন্টের ব্যথা-যন্ত্রণা অতীত! রান্নাঘরের ৫ মশলাতেই খেলা শেষ ইউরিক অ্যাসিডের! সুপারফিট শরীর
মালদহের ইংরেজবাজার ব্লকের নরহাট্টার জোতবসন্ত গ্রামের বাসিন্দা ওই যুবককের নাম সাগর মন্ডল।বাবা নাম সঞ্জয় মন্ডল ও মা সপ্তমী মন্ডল। সাগরেরা দুই ভাইবোন। সাগর ছোট ছেলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৬ শে জুন গ্রামের আমবাগানে আম কুড়াতে গিয়েছিল সাগর। কিন্তু আর বাড়ি ফেরেনি। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়ে। ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরীও করা হয়েছিল। কিন্তু কোন খোঁজ মেলেনি। খোঁজাখুঁজি করেও মেলেনি।এদিকে সাগর কাজের খোঁজে মালদহ টাউন স্টেশনে পৌঁছায়। সেখান থেকেই ট্রেনে করে রাজস্থান গিয়ে পৌঁছায় এক ব্যাক্তির মাধ্যমে। সেখানে কাজ শুরু করে। মা সপ্তমী মন্ডল বলেন, প্রায় ৮ বছর পর ছেলেকে ফিরে পেলাম। অনেক খোঁজাখুঁজি করেছিলাম থানায় নিখোঁজ ডায়েরি করেছিলাম। গ্রামের কিছু লোক কাজ করতে গিয়েছিল রাজস্থানে। সেখান থেকেই খোঁজ পেলাম ছেলের। শরীরে কাটা দাগ দেখে ছেলেকে চিনতে পেরেছি।
advertisement
আরও পড়ুনঃ টানা ৪০ দিন ব্রেকফাস্টে কলা খেলে কী হবে জানেন? উত্তর জানলে এখনই দোকানে ছুটবেন
অবশেষে গ্রামের এক শ্রমিক সম্প্রতি রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ সাগর মন্ডলের খোঁজ পায়। পরিবারের লোকেদের খবর দেয়। শরীরের বিভিন্ন চিহ্ন দেখে সাগরকে নিজেদের ছেলে হিসেবে চিহ্নিত করে। এরপর সেই যুবক বাড়ি ফিরে আসে।অবশেষে ছেলেকে ফিরিয়ে পেয়ে খুশি পরিবারের সকলেই।
হরষিত সিংহ





