TRENDING:

Malda News: কিশোর অবস্থায় নিখোঁজ, কাটা দাগ দেখে যুবককে খুঁজে পেল বাবা-মা

Last Updated:

আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিল কিশোর, রাজস্থানে গিয়ে কাজ করছিল, সেখান থেকেই খোঁজ পায় পরিবারের লোকেরা, বর্তমানে কুড়ি বছরের যুবক ওই কিশোর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বাগানে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিল কিশোর। আট বছর পর যুবক হয়ে বাড়ি ফিরল। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গ্রাম জুড়ে। ছেলেকে ফিরিয়ে পেতে একসময় হন্যে হয়ে খুঁজেছেন বাবা-মা। থানায় নিখোঁজ অভিযোগ করেও লাভ হয়নি। ছেলেকে ফিরিয়ে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল পরিবার। তবে আট বছর পর ছেলে ফিরে আসায় প্রথমে হতভম্ব হয়ে পড়ে পরিবার।‌ নিখোঁজ হওয়ার সময় ১২ বছরের কিশোর ছিল সাগর মন্ডল। এখন সে ২০ বছরের যুবক। সাগর মন্ডল বলেন, কাজ খুঁজতে গিয়েছিলাম। মালদহ টাউন স্টেশন থেকে একজনের মাধ্যমে রাজস্থানে পৌঁছায়। সেখানেই কাজ করছিলাম। গ্রামের এক ব্যক্তি প্রথমে আমার খোঁজ পায় সেখানে। পরিবারের লোকের সঙ্গে ভিডিও কলে কথা বলায়। আমি পরিবার ফিরে পেলাম শেষে।
advertisement

আরও পড়ুনঃ জয়েন্টের ব‍্যথা-যন্ত্রণা অতীত! রান্নাঘরের ৫ মশলাতেই খেলা শেষ ইউরিক অ‍্যাসিডের! সুপারফিট শরীর

মালদহের ইংরেজবাজার ব্লকের নরহাট্টার জোতবসন্ত গ্রামের বাসিন্দা ওই যুবককের নাম সাগর মন্ডল।বাবা নাম সঞ্জয় মন্ডল ও মা সপ্তমী মন্ডল। সাগরেরা দুই ভাইবোন। সাগর ছোট ছেলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৬ শে জুন গ্রামের আমবাগানে আম কুড়াতে গিয়েছিল সাগর। কিন্তু আর বাড়ি ফেরেনি। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়ে। ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরীও করা হয়েছিল। কিন্তু কোন খোঁজ মেলেনি। খোঁজাখুঁজি করেও মেলেনি।এদিকে সাগর কাজের খোঁজে মালদহ টাউন স্টেশনে পৌঁছায়। সেখান থেকেই ট্রেনে করে রাজস্থান গিয়ে পৌঁছায় এক ব্যাক্তির মাধ্যমে। সেখানে কাজ শুরু করে। মা সপ্তমী মন্ডল বলেন, প্রায় ৮ বছর পর ছেলেকে ফিরে পেলাম। অনেক খোঁজাখুঁজি করেছিলাম থানায় নিখোঁজ ডায়েরি করেছিলাম। গ্রামের কিছু লোক কাজ করতে গিয়েছিল রাজস্থানে। সেখান থেকেই খোঁজ পেলাম ছেলের। শরীরে কাটা দাগ দেখে ছেলেকে চিনতে পেরেছি।

advertisement

আরও পড়ুনঃ টানা ৪০ দিন ব্রেকফাস্টে কলা খেলে কী হবে জানেন? উত্তর জানলে এখনই দোকানে ছুটবেন

View More

অবশেষে গ্রামের এক শ্রমিক সম্প্রতি রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ সাগর মন্ডলের খোঁজ পায়। পরিবারের লোকেদের খবর দেয়। শরীরের বিভিন্ন চিহ্ন দেখে সাগরকে নিজেদের ছেলে হিসেবে চিহ্নিত করে। এরপর সেই যুবক বাড়ি ফিরে আসে।অবশেষে ছেলেকে ফিরিয়ে পেয়ে খুশি পরিবারের সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিল্লিতে বিস্ফোরণের পর নাশকতার ছক এড়াতে প্রস্তুত আলিপুরদুয়ার পুলিশ! অসম সীমানায় কড়া চেকিং
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: কিশোর অবস্থায় নিখোঁজ, কাটা দাগ দেখে যুবককে খুঁজে পেল বাবা-মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল