TRENDING:

Jalpaiguri News: যা-তা অবস্থা! কুকুর, বিড়াল, বাঁদরে কামড়ানো রোগীদের বাড়ছে আতঙ্ক! রাজ্যের এই হাসপাতালে নেই একটিও ভ্যাকসিন

Last Updated:

অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের সংকট রাজ্যের এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিক্যালে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের সংকট, চরম ভোগান্তিতে রোগীরা! জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের (এআরভি) তীব্র সংকট চলছে। গত মঙ্গলবার থেকে অমিল এই ভ্যাকসিনগুলি। আজ শুক্রবার, তা সত্ত্বেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। কুকুর, বিড়াল বা বাঁদরের কামড়ে আক্রান্ত রোগীরা হাসপাতালে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন, চারদিন ধরে মিলছে না এই গুরুত্বপূর্ণ প্রতিষেধক।
advertisement

মঙ্গলবার সকাল থেকে বহু রোগী হাসপাতালে এসে ভ্যাকসিন না পেয়ে ফিরে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিকেলের পর আসতে বলেছিল, কিন্তু শুক্রবার হয়ে গেলেও ভ্যাকসিনের দেখা নেই। সুপার স্পেশালিটি হাসপাতালেও নেই এই ভ্যাকসিনের জোগান। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। এক রোগীর পরিজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “কুকুর কামড়ানোর পর যত দ্রুত ভ্যাকসিন নিতে হয়, সেটা আমরা সবাই জানি। অথচ এখানে এসে শুনতে হচ্ছে ভ্যাকসিন নেই! তাহলে আমরা যাব কোথায়?”

advertisement

আরও পড়ুন: ক্যামেরাতেই কাজ শেষ নয়, গণ্ডার গণনায় ব্যাপক কাঠখড় পোড়াতে হয় বনকর্মীদের! ডুয়ার্সে গণনা শুরু হতেই জানা গেল সেই পদ্ধতি

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য দফতরের কাছে দ্রুত ভ্যাকসিন পাঠানোর অনুরোধ করা হয়েছে এবং সরবরাহ খুব শিগগিরই স্বাভাবিক হবে পরিস্থিতি। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাডিশনাল মেডিকেল সুপার সুরজিৎ সেন বলেন, “সংকট কাটানোর চেষ্টা চলছে, দ্রুত ভ্যাকসিন এসে যাবে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এদিকে রোগীদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। কামড় বা আঁচড়ের ফলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে তাঁরা উদ্বেগে রয়েছেন। এখন প্রশ্ন, কবে এই ভ্যাকসিন সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: যা-তা অবস্থা! কুকুর, বিড়াল, বাঁদরে কামড়ানো রোগীদের বাড়ছে আতঙ্ক! রাজ্যের এই হাসপাতালে নেই একটিও ভ্যাকসিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল