সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে কালচিনি যাওয়ার পথে মধু জঙ্গল এলাকায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত এই জঙ্গলে মাঝে মাঝে দেখা মেলে হাতির। গরম পড়তেই পাইথন বেরিয়ে পড়ছে। জানা যায়, বুনো হাতির উপদ্রব থাকে এলাকায়। রাত বেশি হলে গাড়ি দ্রুত গতিতে চালাতে হয় জঙ্গলের এই ৮০০ মিটার পথ দিয়ে। এইটুকু রাস্তা কেটে গেলেই লোকালয়।
advertisement
সোমবার রাতে গাড়ির চালকেরা খবর দেয় নিকটবর্তী হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসে। বনকর্মীরা পাইথনটি ধরার আগে সেটি জঙ্গলে চলে যায়। বনকর্মীদের পক্ষ থেকে জানা যায়, অজগরটি একটি রক পাইথন ছিল। সম্প্রতি বক্সা রাজাভাতখাওয়ার জঙ্গলে দেখা গিয়েছিল একটি পাইথনকে জঙ্গল পার হতে। কিন্তু স্থানিয় কিছু ব্যক্তি সেটিকে উত্যক্ত করছিল। এই বিষয়ে পরিবেশপ্রেমীরা বক্সা প্রকল্পের অধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন। তবে সোমবার গাড়ি চালকেরা যথেষ্ট সতর্ক ও সজাগ ছিলেন।
Annanya Dey