পাইথন
গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে কালচিনি যাওয়ার পথে মধু জঙ্গল এলাকায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত এই জঙ্গলে মাঝে মাঝে দেখা মেলে হাতির। তবে পাইথন, তাও আবার এই সময় খুব একটা দেখা যায়না বলেই জানালেন গাড়ির চালকরা। এক পণ্যবাহী গাড়ির চালক দীপক শা জানান, “আমরা গাড়ির চালকরা চেষ্টা করি বিকেলের মধ্যে এই জঙ্গল পার করে ফেলার। খুব বুনো হাতির উপদ্রব থাকে এলাকায়। রাত বেশি হলে গাড়ি দ্রুত গতিতে চালাই। গতকাল রাতে রাস্তায় পাইথনটি দেখে ব্রেক কষেছিলাম দেখে প্রাণে বেঁচে গিয়েছে প্রাণীটি।”
advertisement
আরও পড়ুন: তর সইল না! হোলির আগেই রঙ খেলা, রান্না নেই, সীমান্তের গৃহবধূরা তো আনন্দে ডগমগ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর গাড়ির চালকরা খবর দেয় নিকটবর্তী হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসে। বনকর্মীরা পাইথনটি ধরার আগে সেটি জঙ্গলে চলে যায়। বনকর্মীদের পক্ষ থেকে জানা যায়, সেটি একটি রক পাইথন ছিল।
Annanya Dey







