Alipurduar News: উত্তরে ফের বিপর্যয়! যখন তখন ভাঙতে পারে গুরুত্বপূর্ণ সেতু! পর্যটন ব্যবসায় ঘনাচ্ছে দুশ্চিন্তার কালো মেঘ

Last Updated:
Alipurduar News: জানা যায়, সম্প্রতি নদীর পাড়ে ছট পুজো আয়োজিত হয়েছিল। ভারী বৃষ্টির জেরে নদী বেয়ে ছট পুজোয় ব্যবহৃত কলাগাছ এসে এই কাঠের সেতুর নীচে আটকে পড়ে। সেই সঙ্গেই একটি বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে এই সেতুর নীচেই আটকেছে।
1/5
ফের ভেঙে পড়ার মুখে মাদারিহাট টুরিস্ট লজ পৌঁছনোর কাঠের সেতু। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেতু ঠিক রাখার জন্য কোমর বেঁধে নামা হয়েছে। সেতু ঠিক রাখতে ভারী বৃষ্টি মাথায় নিয়ে মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার ও অন্যান্য পুলিশ কর্মীরা কাজ করে যাচ্ছেন। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
ফের ভেঙে পড়ার মুখে মাদারিহাট টুরিস্ট লজ পৌঁছনোর কাঠের সেতু। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেতু ঠিক রাখার জন্য কোমর বেঁধে নামা হয়েছে। সেতু ঠিক রাখতে ভারী বৃষ্টি মাথায় নিয়ে মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার ও অন্যান্য পুলিশ কর্মীরা কাজ করে যাচ্ছেন। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
জানা যায়, সম্প্রতি হলং নদীর পাড়ে ছট পুজো আয়োজিত হয়েছিল। তবে ভারী বৃষ্টি হওয়ার কারণে হলং নদী বেয়ে ছট পুজোয় ব্যবহৃত কলাগাছ এসে এই কাঠের সেতুর নীচে আটকে পড়ে। শুধু এটাই নয়, স্থানীয় একটি ক্লাবের কালীপুজোর স্থানে যাওয়ার জন্য ব্যবহৃত বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে এই সেতুর নীচেই আটকেছে।
জানা যায়, সম্প্রতি হলং নদীর পাড়ে ছট পুজো আয়োজিত হয়েছিল। তবে ভারী বৃষ্টি হওয়ার কারণে হলং নদী বেয়ে ছট পুজোয় ব্যবহৃত কলাগাছ এসে এই কাঠের সেতুর নীচে আটকে পড়ে। শুধু এটাই নয়, স্থানীয় একটি ক্লাবের কালীপুজোর স্থানে যাওয়ার জন্য ব্যবহৃত বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে এই সেতুর নীচেই আটকেছে।
advertisement
3/5
এই বাঁশের সাঁকো বের করার জন্য ক্রেন আনা হয়েছে। যদি ক্রেন দিয়ে কাজ না হয় তাহলে অন্য ব্যবস্থা নেবে পুলিশ। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে অতিবৃষ্টিতে ভেঙে গিয়েছিল জলদাপাড়া টুরিস্ট লজ পৌঁছনোর এই কাঠের সেতু। তারপর সেটিকে মেরামত করা হয়।
এই বাঁশের সাঁকো বের করার জন্য ক্রেন আনা হয়েছে। যদি ক্রেন দিয়ে কাজ না হয় তাহলে অন্য ব্যবস্থা নেবে পুলিশ। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে অতিবৃষ্টিতে ভেঙে গিয়েছিল জলদাপাড়া টুরিস্ট লজ পৌঁছনোর এই কাঠের সেতু। তারপর সেটিকে মেরামত করা হয়।
advertisement
4/5
প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, এই কাঠের সেতুর নীচে আটকে থাকা বাঁশের সাঁকো যদি বের করা সম্ভব না হয় এবং এরকম বৃষ্টি যদি চলতে থাকে তাহলে ফের কাঠের সেতুটি ভেঙে পড়তে পারে। এক সপ্তাহও হয়নি মাদারিহাটের পর্যটন স্বাভাবিক হয়েছিল, আবারও পর্যটন ব্যবসায় দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, এই কাঠের সেতুর নীচে আটকে থাকা বাঁশের সাঁকো যদি বের করা সম্ভব না হয় এবং এরকম বৃষ্টি যদি চলতে থাকে তাহলে ফের কাঠের সেতুটি ভেঙে পড়তে পারে। এক সপ্তাহও হয়নি মাদারিহাটের পর্যটন স্বাভাবিক হয়েছিল, আবারও পর্যটন ব্যবসায় দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়েছে।
advertisement
5/5
এই কাঠের সেতুটি আবার ভেঙে পড়লে অনির্দিষ্টকালের জন্য মাদারিহাটের পর্যটন বন্ধ হতে পারে। জোরকদমে বাঁশের সাঁকো তুলে ফেলার কাজ চলছে। পর্যটন ব্যবসায়ী, বন কর্মী, আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
এই কাঠের সেতুটি আবার ভেঙে পড়লে অনির্দিষ্টকালের জন্য মাদারিহাটের পর্যটন বন্ধ হতে পারে। জোরকদমে বাঁশের সাঁকো তুলে ফেলার কাজ চলছে। পর্যটন ব্যবসায়ী, বন কর্মী, আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
advertisement
advertisement