TRENDING:

আতঙ্ক গড়বেতায়! অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চাঞ্চল্য

Last Updated:

 বাঁকুড়ায় লেপার্ডের মৃত্যুর পর পশ্চিম মেদিনীপুরের বাঁকুড়া সংলগ্ন গড়বেতা এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘ আতঙ্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: সামান্য কয়েক বছর অতিক্রান্ত। আবারও পশ্চিম মেদিনীপুরে বাঘের আতঙ্ক। বাঁকুড়ায় লেপার্ডের মৃত্যুর পর পশ্চিম মেদিনীপুরের বাঁকুড়া সংলগ্ন গড়বেতা এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘ আতঙ্ক। আর জানিয়ে রীতিমত হলুস্থুল এলাকায়। স্থানীয়দের দাবি এটি বাঘের পায়ের ছাপ। বৃহস্পতিবার, রাতে বাঁকুড়া বিষ্ণুপুর বনাঞ্চলের বাঁকাদহ-জয়রামবাটি রাস্তায় এক লেপার্ডের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে গড়বেতা এলাকার বোস্টমমোড়ে চাষের জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়।
advertisement

গ্রামবাসীদের দাবি এটি বাঘের পায়ের ছাপ। বেশ কিছু জন মনে করছেন পূর্ণবয়স্ক লেপার্ডের মৃত্যু হলেও তার সঙ্গীর পায়ের ছাপ হতে পারে। যদিও বন দফতর এ বিষয়ে নিশ্চিত করেনি। সামান্য কিছুটা দূরে লেপার্ডের মৃত্যু, ঠিক কয়েক কিলোমিটারের মধ্যে পায়ের ছাপ। ভয়ে তটস্থ এলাকাবাসী।

বাঁকুড়া জেলার বাঁকাদহ-জয়রামবাটি রাস্তা পারাপারের সময় গাড়িতে ধাক্কায় মৃত্যু হয় লেপার্ড এর, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও এদিন সকালে এই পূর্ণবয়স্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয়।

advertisement

বন বিভাগের অনুমান লেপার্ডের সঙ্গে সঙ্গিনী রয়েছে জঙ্গলের মধ্যে। যদিও আরও অন্য কোনও লেপার্ড রয়েছে কিনা তার খোঁজ চালাচ্ছে বন কর্মীরা।

View More

এবার ঘটনাস্থল থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বোস্টম মোড়ের কৃষি জমিতে দেখা মিলল অজানা জন্তুর পায়ের ছাপ। ঘটনার খবর জানাজানি হতে এলাকায় আসে বন কর্মীরা। যার জেরে আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। যদিও এটি বাঘের পায়ের ছাপ কিনা তা নিশ্চিত করেনি বন বিভাগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার কাছেই শত শত বছরের পুরোন রাজবাড়ি, হোমস্টেতে থাকুন রাজকীয় আদবকায়দায়, ভোজনও এলাহি
আরও দেখুন

তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে লেপার্ডের মৃত্যু এবং পায়ের ছাপকে কেন্দ্র করে। তবে যত বেলা গড়াচ্ছে ততই আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের অনুমান লেপার্ডের সঙ্গিনী থাকতে পারে এই জঙ্গলে। যদিও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জঙ্গল চত্বর। সজাগ দৃষ্টি রেখেছে বন বিভাগ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আতঙ্ক গড়বেতায়! অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল