Siliguri: ফের ভোগান্তি পাহাড়ে! জলের তোড়ে বন্ধ দুধিয়ার অস্থায়ী সেতু, আবারও থমকে মিরিক-শিলিগুড়ি রুট

Last Updated:

Dudhia Bridge: ফের ভোগান্তি পাহাড়ে। জলের তোড়ে বন্ধ হল দুধিয়ার অস্থায়ী সেতু। দুধিয়ার অস্থায়ী হিউম পাইপ ব্রিজটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত বন্ধ রয়েছে মিরিক-শিলিগুড়ি রুটে যান চলাচল।

বন্ধ দুধিয়ার অস্থায়ী সেতু
বন্ধ দুধিয়ার অস্থায়ী সেতু
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ে টানা বৃষ্টির জেরে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপ ব্রিজের উপর দিয়ে বইছে তীব্র জলের স্রোত। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার দুপুর থেকে ওই সেতুটি সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রশাসন। তাই আপাতত বন্ধ রয়েছে মিরিক-শিলিগুড়ি রুটে যান চলাচল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পথচারী ও গাড়িচালকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
যদিও জরুরি পরিষেবার কয়েকটি গাড়ি আপাতত ওই পথে চলাচল করছে বলে সূত্রের খবর। মিরিক ও শিলিগুড়ি থেকে ফিরে আসা কিছু গাড়িকেও সীমিতভাবে পার হতে দেওয়া হচ্ছে। তবে জলস্তর আরও বেড়ে চলায় শীঘ্রই সম্পূর্ণভাবে এই সড়কপথ বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুনঃ নদী, জঙ্গল, রেললাইন পেরিয়ে বাগডোগরায় হাতির দল স্থানান্তর, বনকর্মীদের নজিরবিহীন অভিযান, দেখুন সেই ছবি
প্রশাসন জানিয়েছে, পাহাড়ে ভারী বৃষ্টির কারণে জারি হয়েছে রেড অ্যালার্ট। নদীর জলস্তর নামার পরই পুনরায় সড়ক যোগাযোগ চালু করা হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক আধিকারিক বলেন, ‘পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। জলস্তর স্থিতিশীল হলে যাতায়াত পুনরায় চালু করা হবে’। এরই মধ্যে যাত্রী ও স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে যাত্রাপথ পরিকল্পনা করে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri: ফের ভোগান্তি পাহাড়ে! জলের তোড়ে বন্ধ দুধিয়ার অস্থায়ী সেতু, আবারও থমকে মিরিক-শিলিগুড়ি রুট
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement