Earn Money: একই গাছের ফলনে ডবল লাভ, কাঁচাও বিক্রি হয় আবার পাকার বাজারও দারুণ, চাষ করলেই ইনকাম দ্বিগুণ

Last Updated:
Earn Money: ব্যাপক চাহিদা বাজারে, ফলন দিচ্ছে সারা বছর! এই চাষ করলে টাকা আসবে ভুরিভুরি, রইল সুলুকসন্ধান
1/6
মালদহ: সারা বছর হবে আয়, জমিতে এবার ফসল নয় এই গাছ লাগালে লক্ষ লক্ষ টাকা আসবে প্রতি মাসে। নিয়মিত পরিচর্যা না করলেও। প্রতি ১৫ দিন অন্তর অন্তর ফলবে এই গাছে ফল। বাজারে ব্যাপক চাহিদা দামও মিলবে চওড়া। কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া হয় পেঁপে। Photo- Representative 
মালদহ: সারা বছর হবে আয়, জমিতে এবার ফসল নয় এই গাছ লাগালে লক্ষ লক্ষ টাকা আসবে প্রতি মাসে। নিয়মিত পরিচর্যা না করলেও। প্রতি ১৫ দিন অন্তর অন্তর ফলবে এই গাছে ফল। বাজারে ব্যাপক চাহিদা দামও মিলবে চওড়া। কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া হয় পেঁপে। Photo- Representative
advertisement
2/6
তাই এবারে প্রায় দুই বিঘা জমিতে এক হাজারেরও বেশি চারা লাগিয়ে সফল পেঁপে চাষ করে নজর কাড়লেন মালদহের মানিকচক ব্লকের শেখপুরা গ্রামের এক চাষি। একাধিক প্রজাতির নামিদামি পেঁপে গাছের চারা রোপণ করে ৬ মাসের মধ্যেই ফলন হচ্ছে কুইন্টাল কুইন্টাল।
তাই এবারে প্রায় দুই বিঘা জমিতে এক হাজারেরও বেশি চারা লাগিয়ে সফল পেঁপে চাষ করে নজর কাড়লেন মালদহের মানিকচক ব্লকের শেখপুরা গ্রামের এক চাষি। একাধিক প্রজাতির নামিদামি পেঁপে গাছের চারা রোপণ করে ৬ মাসের মধ্যেই ফলন হচ্ছে কুইন্টাল কুইন্টাল।
advertisement
3/6
বর্তমানে ১৫ দিন অন্তর অন্তর পেঁপে ফলনের পর বিক্রি করছেন বাজারে। ১৫ টাকা থেকে ৩০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হয় পেঁপে।
বর্তমানে ১৫ দিন অন্তর অন্তর পেঁপে ফলনের পর বিক্রি করছেন বাজারে। ১৫ টাকা থেকে ৩০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হয় পেঁপে।
advertisement
4/6
পেঁপে চাষি মহম্মদ জসিমুদ্দিন জানান,
পেঁপে চাষি মহম্মদ জসিমুদ্দিন জানান, "বিগত দুই বছর থেকে পেঁপে চাষ করছি। নিজের জমি নয় লিজে নেওয়া জমিতে এই পেঁপে চাষ করেছি। ১২ টাকা পিস হিসেবে চারা এনে প্রায় দুই বিঘা জমিতে প্রথমে ৩২০০ চারা গাছ লাগিয়েছিলাম।
advertisement
5/6
বর্তমানে এক হাজার পেঁপে গাছ রয়েছে। চারা রোপনের ছয় মাস পর থেকেই ফলন শুরু হয়েছে। ১৫ দিন অন্তর অন্তর পর্যাপ্ত পরিমাণে বড় হওয়ার পর বাজারে গিয়ে বিক্রি করি। কখনও ১০ কুইন্টাল তো কখনও ১২ কুইন্টাল বিক্রি করি বাজারে। ভাল টাকা রোজগার হয়ে যায়।
বর্তমানে এক হাজার পেঁপে গাছ রয়েছে। চারা রোপনের ছয় মাস পর থেকেই ফলন শুরু হয়েছে। ১৫ দিন অন্তর অন্তর পর্যাপ্ত পরিমাণে বড় হওয়ার পর বাজারে গিয়ে বিক্রি করি। কখনও ১০ কুইন্টাল তো কখনও ১২ কুইন্টাল বিক্রি করি বাজারে। ভাল টাকা রোজগার হয়ে যায়।"
advertisement
6/6
সারা বছরই বাজারে ব্যাপক চাহিদা থাকে পেঁপের। কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসেবে খেয়ে থাকেন অনেকে। শারীরিক স্বাস্থ্যের জন্যও ব্যাপক উপকারী এই পেঁপে। আজও অনেকে বাড়ির ফাঁকা জায়গায় বিশেষভাবে পেঁপে চাষ করে থাকেন। তবে বাণিজ্যিক ক্ষেত্রে চাষির বিপুল পরিমাণে পেঁপের চাষের এমন পদ্ধতি নজর কেড়েছে সকলের। Input- GM Momin
সারা বছরই বাজারে ব্যাপক চাহিদা থাকে পেঁপের। কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসেবে খেয়ে থাকেন অনেকে। শারীরিক স্বাস্থ্যের জন্যও ব্যাপক উপকারী এই পেঁপে। আজও অনেকে বাড়ির ফাঁকা জায়গায় বিশেষভাবে পেঁপে চাষ করে থাকেন। তবে বাণিজ্যিক ক্ষেত্রে চাষির বিপুল পরিমাণে পেঁপের চাষের এমন পদ্ধতি নজর কেড়েছে সকলের। Input- GM Momin
advertisement
advertisement
advertisement