প্রায় দেড় মাস থেকে আলিপুরদুয়ার জেলা হাসপতালের একাধিক ডায়ালাইসিস মেশিন বিকল হয়ে রয়েছে। তাতেই সমস্যায় রয়েছেন রোগীরা এবং তাঁদের পরিজনরা। বর্তমানে মাত্র দুটি মেশিন দিয়ে চলছে জেলা হাসপতালের ডায়ালাইসিস পরিষেবা। মেশিন বিকল থাকায় জেলার বাইরে গিয়ে অন্য হাসপতালে ডায়ালাইসিস করাতে হচ্ছে বহু রোগীদের। ইতিমধ্যে জেলা হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট পরিদর্শন করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল।
advertisement
আরও পড়ুন: সাইকেল চালিয়ে ওড়িশার যুবকের ভুটান সফর! কেন জানলে কুর্নিশ জানাবেন আপনিও
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা হাসপাতালের ১০ বেডের নতুন ডায়ালাইসিস ইউনিটের কাজও পরির্দশন করেন সুমন কাঞ্জিলাল। জেলা হাসপতালে খুব দ্রুত সরকারিভাবে ১০ টি ডায়ালাইসিস মেশিন চালু হওয়ার কথা জানান বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি জানান, “মেশিন বিকল থাকায় খুব সমস্যা হচ্ছে। রোগীদের অন্য হাসপাতালে ও পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে মার্চের শেষে নতুন ইউনিট চালু হয়ে যাবে। এরফলে কোনও সমস্যা আর থাকবে না।”
Annanya Dey





