Alipurduar News: সাইকেল চালিয়ে ওড়িশার যুবকের ভুটান সফর! কেন জানলে কুর্নিশ জানাবেন আপনিও
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
ওড়িশার সম্বলপুর থেকে ভুটান সফরে এসেছিলেন এক যুবক
জয়গাঁ: সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ওড়িশার সম্বলপুর থেকে ভুটান সফরে এসেছিলেন এক যুবক। ভুটান থেকে ফিরে এদিন জয়গাঁতে এসেছেন মহেন্দ্র বজরাতি নামের ওই যুবক। শুধু সবুজায়ন বৃদ্ধির লক্ষ্য নয়, সাইকেল নিয়ে সোলো ট্রিপ কতটা রোমাঞ্চকর হয়, তা সকলকে জানিয়েছেন ওই যুবক।
বর্তমান সময়ে সোলো ট্রিপ অত্যন্ত জনপ্রিয় বিষয়। সকলের সঙ্গে হইহই নয়, বরং নিজের সঙ্গে সময় কাটাতেই সোলো ট্রিপ বেছে নেন অনেকেই। যদিও সোলো ট্রিপ-এ যেতে বেশি দেখা যায় যুবক, যুবতিদেরই। ট্রেন, বাসে চেপে নয় বরং সাইকেল নিয়ে সোলো ট্রিপ দারুণ রোমাঞ্চকর হয় বলে জানালেন মহেন্দ্র বজরাতি নামের যুবক। সাইকেল নিয়ে সোলো ট্রিপ করলে আরও একান্তে সময় অতিবাহিত করা যায়। কোনও জায়গা সম্পর্কে বিশদে জানা যায়। সবুজায়নের বার্তা দিতে সাইকেল নিয়ে বেরোনো উদ্দেশ্য ছিল মহেন্দ্র বজরাতির। কিন্তু সোলো ট্রিপ নিয়ে সকলের মনকে সম্যক ধারণা দিতে চেয়েছিলেন তিনি। যা তিনি পেরেছেন বলে মনে করেন।
advertisement
আরও পড়ুন: হচ্ছেটা কি! চিন্তায় বাসিন্দারা, রাত হলেই দুমদাম করে গোয়াল থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক গরু
advertisement
শুধু প্রকৃতির সবুজায়ন নয়, স্বচ্ছ হোক মানুষের মন কামনা করছেন তিনি। ওই যুবক ওড়িশা থেকে যাত্রা শুরু করেছিলেন তিন মাস আগে। তিনি আন্তর্জাতিক সফরে বেড়িয়েছেন সাইকেল নিয়ে। কারণ সাইকেল একটি দূষণমুক্ত যানবাহন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মহেন্দ্র বজরাতি জানান, “সাইকেল চালানো শরীরের পক্ষে ভাল। যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত। আমাকে দেখে যদি তারা অনুপ্রাণিত হয়ে সাইকেল চালানো শুরু করে, তাহলে তাঁদের নতুন জায়গা জানার ইচ্ছে হবে। মন সুস্থ হবে তাঁদের।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 06, 2025 7:06 PM IST
