Purulia News: রেল শহরের রেল আবাসনে চোরের হানা! বাথরুমের জানলা ভেঙে ঘরে ঢুকে ১২ লক্ষের জিনিস নিয়ে চম্পট, মন্দির থেকে ফিরে মাথায় হাত গৃহকর্ত্রীর
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Purulia News: রেলকর্মীর স্ত্রী বাড়িতে তালা দিয়ে দুই মেয়েকে নিয়ে স্থানীয় একটি কালীমন্দিরে গিয়েছিলেন। তাঁর স্বামীও ডিউটিতে ছিলেন। বাড়ি ফিরে দেখেন শৌচাগারের জানালা ভেঙে চোরেরা ঘরে ঢুকেছে।
পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার একটি রেল আবাসন থেকে প্রায় ১২ লক্ষ টাকার গয়না সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ওই আবাসনে থাকা রেলকর্মীর স্ত্রী মালা মণ্ডল আদ্রা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরি যাওয়া সামগ্রীর বিস্তারিত তথ্য তিনি পুলিশকে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদ্রার ওই রেল আবাসনে রেলকর্মী, তাঁর স্ত্রী ও দুই মেয়ে থাকে। সোমবার রাত ৮টা নাগাদ ওই রেলকর্মীর স্ত্রী বাড়িতে তালা দিয়ে দুই মেয়েকে নিয়ে স্থানীয় একটি কালীমন্দিরে গিয়েছিলেন। তাঁর স্বামীও ডিউটিতে ছিলেন। বাড়ি ফিরে দেখেন শৌচাগারের জানলা ভেঙে চোরেরা ঘরে ঢুকেছে। সেখানে আলমারি ভেঙে সোনা ও রুপোর গয়না, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ এলাকায় ঢুকে অশালীন আচরণ-গালিগালাজ! প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা, প্রতিবাদীর রক্তে ভিজল পুরুলিয়া
অভিযোগকারী মালা মণ্ডল পুলিশকে জানিয়েছেন, “আলমারি ভেঙে আনুমানিক ১১১ গ্রাম সোনা, ১০০ গ্রাম রুপো এবং নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে। চুরি যাওয়ার সামগ্রীর মোট মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিষয়টি নিয়ে আদ্রা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তের জন্য স্থানীয় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এলাকায় এই চুরির ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 30, 2025 10:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রেল শহরের রেল আবাসনে চোরের হানা! বাথরুমের জানলা ভেঙে ঘরে ঢুকে ১২ লক্ষের জিনিস নিয়ে চম্পট, মন্দির থেকে ফিরে মাথায় হাত গৃহকর্ত্রীর

