এদিন ঘটনাটি ঘটেছে বনগাঁ শিয়ালদাহ শাখার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী স্থানীয় একটি প্যাথলজি ল্যাবে রক্ত সংগ্রহের কাজ করতেন। এদিন সকালে কানে হেডফোন দিয়ে ডাউন লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, সে সময় ডাউন লাইনে ট্রেন চলে আসায় আপ লাইনের উপর উঠে পড়ে আর তখনই আপ লাইনে আসা বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে।
advertisement
আরও পড়ুন: চাঁদার জুলুম থেকে বাদ গেল না পুলিশও! ইট মেরে ফাটিয়ে দিল মাথা
আরও পড়ুন: লোকসঙ্গীতের মধ্যেই ভাইটিকা পার্বণে ভাইয়ের মঙ্গলকামনার রীতি নেপালে
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কানে হেডফোন থাকায় আশপাশের মানুষের চিৎকার করে সচেতন করার চেষ্টা করলেও ওই যুবতী শুনতে পাননি। রেল লাইনের ধারে থাকা বাসিন্দা ও রেললাইন পারাপারকারি যাত্রীদের জন্য রেল কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রচার অভিযান চালায়, তারপরেও একাধিক দুর্ঘটনা ঘটেই চলেছে। সে ক্ষেত্রে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ উঠলেও রয়েছে সচেতনতার অভাবও, যার মাশুল দিতে হল এই যুবতীকেও।
Rudra Nrayan Roy