Bhai Dooj 2023: লোকসঙ্গীতের মধ্যেই ভাইটিকা পার্বণে ভাইয়ের মঙ্গলকামনার রীতি নেপালে

Last Updated:

নেপালি সম্প্রদায়ের অন‍্যতম উৎসব ভাইটিকা। এই উৎসবটিকে যথাযথভাবে পালন করার জন‍্য ভাইলোনি ও দেউসি গানের আয়োজন করে থাকেন যুবক-যুবতীরা।

+
ভাইলোনি

ভাইলোনি গান পরিবেশন

আলিপুরদুয়ার: নেপালি সম্প্রদায়ের অন‍্যতম উৎসব ভাইটিকা। এই উৎসবটিকে যথাযথভাবে পালন করার জন‍্য ভাইলোনি ও দেউসি গানের আয়োজন করে থাকেন যুবক-যুবতীরা। এটি নেপালি সম্প্রদায়ের লোকসঙ্গীত।
এই গান ও নাচের মাধ্যমে টাকা সংগ্রহ করেন যুবক-যুবতীরা। বর্তমানে ভাইলোনি ও দেউসি পরিবেশন করছে নেপালি সম্প্রদায়ের কিশোর-কিশোরীরা। বিভিন্ন বাড়িতে গিয়ে গান গেয়ে, নৃত‍্য প্রদর্শন করে টাকা, মিষ্টি এবং খাবার সংগ্রহ করেন তাঁরা। বয়স্কদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসেন নেপালি ছেলে, মেয়েরা।
advertisement
advertisement
দীপাবলির দিন লক্ষ্মীপুজোর আয়োজন করেন নেপালি সম্প্রদায়ের মহিলারা। এরপর থেকে শুরু হয় ভাইলোনি উৎসব। ভাইটিকার পরের দিন অবধি চলে দৈউসি উৎসব। ভাইলোনি গানটি করে মেয়েরা। আর ছেলেদের গানটিকে বলা হয় দৈউসি। ভাইটিকার আগে এই গান পরিবেশন করে টাকা সংগ্রহ করে ভাই, বোনেদের জন‍্য উপহার কেনা হয়। প্রাচীনকাল থেকে এই প্রথা মেনে আসছেন নেপালি যুবক,যুবতীরা। এই নিয়ম বজায় রেখেছেন তারা। আগে নেপালি সম্প্রদায়ের ছেলেমেয়েরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে খেলায় অংশগ্রহণ করতেন। তবে এখন সেই পোশাক তেমন অর্থে পরতে দেখা যায় না এই ছেলেমেয়েদের।
advertisement
দেউসি পরিবেশনের সঙ্গে যুক্ত আনন্দ ছেত্রী নামের এক যুবক জানান, “অনেক সংস্কৃতি আমাদের হারিয়ে গিয়েছে। কিন্তু ভাইলোনি ও দেউসিকে আমরা হারিয়ে যেতে দেব না। আমাদের দেখে শিশুরা শিখছে। অনেক শিশু গান গাইছে ভাইলোনি ও দেউসির।”
advertisement
ভাইটিকার আগে এই উৎসব পালন করে যেতে বদ্ধপরিকর নেপালি সম্প্রদায়ের মানুষেরা। ভাইলোনি ও দেউসির গান শুনবেন বলে অনেকেই বছরভর অপেক্ষা করেন বলেও জানা যায়।
Annanya Dey
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhai Dooj 2023: লোকসঙ্গীতের মধ্যেই ভাইটিকা পার্বণে ভাইয়ের মঙ্গলকামনার রীতি নেপালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement