পরবর্তীতে এলাকার কয়েকজন উদ্যোগ নিয়ে আহত গরুটির চিকিৎসা করানোর ব্যবস্থা করেন। চিকিৎসার পর কিছুটা সুস্থতা বোধ করলে, আহত গরুটি মাথা তুলতে সক্ষম হয়। আর ঠিক তারপরই দেখা যায় পাশে বসে থাকা গরুটিও মাথা তুলে দাঁড়াতে। আর এই ছবি দেখেই এলাকাবাসীরা বলছেন,বন্ধু আহত অবস্থায় পড়েছিল বলেই, তাকে ফেলে না চলে গিয়ে তার পাশেই ঘণ্টার পর ঘণ্টা বসেছিল বন্ধু গরুটি।
advertisement
আরও পড়ুন: ‘যে হাতে গুনবেন সে হাতে তৃণমূলে ভোট দেবেন!’ হুল দিবসে কী গুনে নিতে বললেন শতাব্দী রায়
স্থানীয়রা জানান, বন্ধুত্বের এমন নজির দেখেই চাঁদা তুলে আহত গরুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। গরুটিকে চিকিৎসকের পরামর্শ মত একাধিক ইনজেকশন ও ওষুধ খাওয়ানো হয়। কিছুটা সুস্থ হলে গরুর খাবার এনে আহত গরুটিকে খাওয়ানো হয়। যদিও তার আগে পর্যন্ত মুখে কিছুই তুলতে চায়নি অপর বন্ধু গরুটি। তবে আহত গরুটি সুস্থ হয়ে উঠতেই যেন স্বস্তি মেলে দীর্ঘক্ষণ সঙ্গে থাকা অপর বন্ধু গরুটির। আর তারপরই খাবার মুখে তোলে সে।
আরও পড়ুন: এক পরিবারের সাত-জন শিক্ষক! ভোটের ডিউটিতে যাবে না বলে একী করল? জানলে অবাক হবেন
এমনই ঘটনার সাক্ষী থাকল অশোকনগর কল্যাণগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আট নম্বর কালীবাড়ি মোড় এলাকার মানুষজন। পাশাপাশি, নৈহাটি রোড দিয়ে রাতের অন্ধকারে দুরন্ত গতিতে ছুটে চলা যানবাহনের নিয়ন্ত্রণের জন্যও স্থানীয় মানুষজন প্রশাসনের নজরদারির আবেদন জানান। চারিদিকে যখন হিংসা মারামারির মতো নানা বিদ্বেষ মূলক ঘটনা উঠে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে দুটি গরুর এমন বন্ধুত্বের ছবি দেখে অবাক হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতেও এখন ভাইরাল অবলা দুই বন্ধুর এই ঘটনার কথা।
Rudra Narayan Roy