WB Panchayat Election 2023: 'যে হাতে গুনবেন সে হাতে তৃণমূলে ভোট দেবেন!' হুল দিবসে কী গুনে নিতে বললেন শতাব্দী রায়
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
WB Panchayat Election 2023: হুল দিবসের অনুষ্ঠানে একটু অন্য মেজাজে অভিনেত্রী সাংসদ। পা মেলালেন আদিবাসী নৃত্য দলের সঙ্গে। শুক্রবার এমনই চিত্র দেখা গেল বীরভূমের মহম্মদবাজারের শেওড়াকুড়িতে৷
বীরভূম: হুল দিবসের অনুষ্ঠানে একটু অন্য মেজাজে অভিনেত্রী সংসদ। পা মেলালেন আদিবাসী নৃত্য দলের সঙ্গে। শুক্রবার এমনই চিত্র দেখা গেল বীরভূমের মহম্মদবাজারের শেওড়াকুড়িতে৷ সেখানেই লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ভিন্ন মেজাজে দেখা যায়।
শুক্রবার ছিল ১৬৯ তম হুল দিবস। সেই উপলক্ষে জেলাজুড়ে নানান অনুষ্ঠান হয়। এদিন আদিবাসী গাঁওতার পক্ষ থেকে শেওড়াকুড়ি এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই অংশ নিয়েছিলেন সংসদ শতাব্দী রায়। হুল দিবস কে কেন্দ্র করে সেখানে আয়োজন করা হয়েছিল আদিবাসী নৃত্যের। ভোট প্রচারের ব্যস্ততার মাঝে এমন সুযোগকে যেন হাতছাড়া করলেন না নেত্রী সাংসদ। আদিবাসী নৃত্য দলের সঙ্গে পা মেলালেন গানের তালে।এরপরেই তিনি অনুষ্ঠানের মূল মঞ্চে যান।
advertisement
advertisement
এদিন ওই অনুষ্ঠানে হুল দিবস উৎযাপনের পাশাপাশি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তাও দেন তিনি৷ তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ” ৮ তারিখ ভোট। ৭ তারিখ রাতে ঘুমাতে যাওয়ার আগে তৃণমূল সরকার আপনাদের কি কি দিয়েছে সেটা হাতে গুনে নেবেন। যে হাতে গুনবেন সেই হাতেই তৃণমূলকে ভোট দিয়ে আসবেন।”
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 6:21 PM IST