বিপজ্জনক গর্তের কারণে এই রাস্তা দিয়ে বাস চলাচলও বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। বহুবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কাজ না হওয়ায় অবশেষে জলকাদা ভরা রাস্তায় কলা গাছ, ধান গাছের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষের প্রধান ভরসা এই রাস্তা। প্রতিদিনই কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বনগাঁ অভয়ারণ্য পৌঁছাতেও এই রাস্তায় ব্যবহার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ ছিলেন ক্রিকেট পাগল, সেই প্রিয় ক্রিকেটই প্রাণ কাড়ল প্রতিভাবান যুবকের!
হাটে যাওয়ার জন্য সবজি, জিনিসপত্র নিয়ে যেতে গিয়ে কাল ঘাম ছোটে চাষী সহ স্থানীয় মানুষদের। দীর্ঘ তিন কিলোমিটার পথ হেঁটে পার হয়ে, তবে মেলে যাতায়াতের যানবাহন। কোন যাত্রীবাহী যানবাহনই এই রাস্তায় প্রবেশ করতে চান না। দুর্ভোগের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় মানুষজন। স্থানীয় মানুষেরা বলছেন, এই এলাকায় আমাদের কেউ মানুষ বলেই গণ্য করে না। তাই আমাদের দুর্দশার কথা ভাবে না কোন সরকারই।
আরও পড়ুনঃ বৃষ্টি হলেই রাস্তায় চলাচল দুর্বিষহ! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
১৫ বছর আগে তৈরি হওয়ার পর এখনও পর্যন্ত কোনও সংস্কার হয়নি। প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদেই রাস্তায় গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। এব্যাপারে বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুন ঘোষ জানান, প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই রাস্তা সংস্কারের জন্য গত চার বছর ধরে কোনও অর্থ বরাদ্দ না হওয়ায়, কিছু করা সম্ভব হচ্ছে না। এখন কত দিনে এই দুর্বিষহ রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি মিলবে এখন সেইটাই দেখার।
Rudra Narayan Roy