ছোট্ট দেবত্রী বাংলা ও ইংরেজি মিলিয়ে ১০০ টিরও বেশি কবিতা বলতে পারে সাবলীলভাবে, যার মধ্যে প্রায় কুড়িটিরও বেশি ইংরেজি কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা নির্মল বসু কিংবা অন্নদাশঙ্কর রায়ের কবিতা, এই বয়সেই সাবলীল ভাবে বলতে পারে দেবত্রী। শুধু কবিতায় নয়, এই বয়সে সে খুব সহজেই শিখে নিয়েছে ৫-এর ঘরের নামতা এবং বিভিন্ন ফল, গাছ, পশুর ইংরেজি নামও। তার এই প্রতিভা দেখে প্রথমে অবাকই হয়েছিলেন পরিবারের লোকেরা।
advertisement
এরপর পেশায় ব্যবসায়ী সুখেন বাবু যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর ওয়েবসাইটে। মাসখানেক আগে নিজের মেয়ের প্রতিভা ভিডিও আকারে পাঠানো হয় কর্তৃপক্ষের কাছে।
তারপরই, কর্তৃপক্ষের তরফ থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর মেডেল সার্টিফিকেট সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় দেবত্রীর গোবরডাঙ্গার বাড়িতে। এই খবর ছড়িয়ে পড়তেই যার খুশির মেজাজ যশ পরিবারে। শুধু পরিবারই নয়, এলাকার ছোট্ট মেয়ের এই সাফল্যে আজ খুশি সকলেই।
Rudra Narayan Roy