Ustad Rashid Khan Demise: ছোটবেলায় গান ছিল অপছন্দ, তিনিই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের 'উস্তাদ'! ফিরে দেখা 'রাশিদ খান'-এর বর্ণময় জীবন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ustad Rashid Khan Demise: আবার নক্ষত্রপতন বিনোদন জগতে৷ প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান৷ গায়ক শিল্পীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি৷ শোকের ছায়া গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
advertisement
advertisement
ছোটবেলায় গানের প্রতি তাঁর আগ্রহ কম ছিল। তাঁর কাকা গোলাম মুস্তফা খান তাঁর সঙ্গীত প্রতিভা লক্ষ্য করেন প্রথম এবং তারপরই কিছু সময়ের জন্য তাঁকে মুম্বাইতে প্রশিক্ষণ দিয়েছিলেন । তিনি জীবনের প্রধান প্রশিক্ষণ নিসার হোসেন খানের কাছ থেকে গ্রহণ করেন, প্রাথমিকভাবে বাদায়ুনে তার বাড়িতে। ঘন্টার পর ঘন্টা ধরে অনুশীলন করাতেন রশিদ খানকে৷
advertisement
advertisement
advertisement
advertisement
একাধিক পুরস্কার রয়েছে উস্তাদ রাশিদ খানের ঝুলিতে৷ ২০০৬ সালে তিনি পদ্মশ্রী , পাশাপাশি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত হন । তারপর ২০১২ সালে বঙ্গভূষণ পুরস্কার, ২০১০ সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, ২০১২ সালে মহা সঙ্গীত সম্মান পুরস্কার, ২০১৩ সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস, এবং ২০২২ সালে শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন রাশিদ খান৷ গায়ক শিল্পীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি গোটা বিনোদন ইন্ডাস্ট্রিতে৷