Ustad Rashid Khan Demise : শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা থেকে বলিউড! ছক ভাঙতেন উস্তাদ রাশিদ খান, সুরে সুরেই অমলিন থাকবে তাঁর ম্যাজিক
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ustad Rashid Khan Demise: মাত্র ৫৫ বছরেই থেমে গেল সুরেলা কন্ঠ৷ প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান৷ শাস্ত্রীয় সঙ্গীত থেকে বলিউড হয়ে রবীন্দ্রসঙ্গীতে তার অবাধ আনাগোনা সুরের মাধ্যমে আজীবন অমর হয়ে থাকবে দর্শকমনে৷
advertisement
advertisement
advertisement
২০০৭ সালে ইমতিয়াজ আলি পরিচালিত 'জব উই মেট' ছবির 'আওগে জব তুম সাঁজনা'-গান গেয়ে শাস্ত্রীয় সঙ্গীত থেকে বলিউডের বিশ্বদরবারে রাতারাতি পৌঁছে গিয়েছিলেন উস্তাদ রাশিদ খান৷ এই গানের মধ্যেই তিনি সকলের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন৷ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল উস্তাদ রাশিদের খানের কন্ঠে এই গান যেন সৃষ্টি করেছিল ভক্তদের মনে৷
advertisement
advertisement
advertisement
advertisement