এদিনের যাত্রায় উপস্থিত হয়েছিলেন জেলার নানা প্রান্ত থেকে আসা সমকামী, রূপান্তরিত, তৃতীয় লিঙ্গের মানুষজন। সংগঠনের সদস্য রিধিমা রায় জানান, বিভিন্ন ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের মানুষদের নানাভাবে কটুক্তি অবহেলা বিদ্রুপের শিকার হতে হয়। তারাও মানুষ আর সবার উপরই মানুষ সত্য। সমাজে বেঁচে থাকার জন্য তাদেরও লড়াই করতে হয়। আর এহেনও সামাজিক বার্তা তুলে ধরতেই এদিনের প্রাইড ওয়াক।
advertisement
আরও পড়ুন- রাতারাতি এ কী হল বিদ্যালয়ে! চক্ষু চড়কগাছ স্থানীয়দের, ভুগছেন আশঙ্কায়
আরও পড়ুন-একসুর বাম-বিজেপি-তৃণমূলের! পঞ্চায়েত ভোটের আগে বেনজির চিত্র হাওড়াতে
এদিনের যাত্রায় সংগীত অনুষ্ঠানের পাশাপাশি দেখা যায় বিভিন্ন বার্তা স্লোগানের আকারে তুলে ধরতে। পাশাপাশি প্ল্যাকার্ডেও নিজেদের কথা ফুটিয়ে তোলেন এই কমিউনিটির মানুষেরা। কয়েকশো রূপান্তরকামী সম লিঙ্গের মানুষদের পায়ে পায়ে তখন ব্যারাকপুরের রাজপথ গমগম করছে। রাস্তার দু’পাশে থাকা মানুষজনও দেখছেন ও শুনছেন তাদের কথা। আর এভাবেই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে চলল সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়াও ছড়িয়ে পড়ল জেলার বুকে হওয়া এই প্রাইড ওয়াকের কথা। বাঁকা চোখ নয়, তারাও চায় ভালবাসা এই বার্তাই যেন ফুটে উঠল এইদিনের গোটা কর্মসূচি থেকে।
Rudra Narayan Roy