Hooghly News: রাতারাতি এ কী হল বিদ্যালয়ে! চক্ষু চড়কগাছ স্থানীয়দের, ভুগছেন আশঙ্কায়

Last Updated:

Hooghly News: রাতারাতি স্কুলের নাম পরিবর্তন হয়ে হয়ে গেল স্বাস্থ্য কেন্দ্র। নীল সাদা রং করে বিদ্যালয়ের নাম মুছে টাঙানো হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের ফ্লেক্স। আর সেই নিয়েই অনিশ্চয়তা তৈরি হচ্ছে স্থানীয়দের মনে।

+
নীল

নীল সাদা রং করে স্কুল হয়ে গেছে স্বাস্থ্য কেন্দ্র

হুগলি: রাতারাতি স্কুলের নাম পরিবর্তন হয়ে হয়ে গেল স্বাস্থ্য কেন্দ্র। ঘটনাটি বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চক স্টেশন রোডে। অভিযোগ চক পুর প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিনের৷ সেখানেই নীল সাদা রং করে বিদ্যালয়ের নাম মুছে টাঙানো হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের ফ্লেক্স। আর সেই নিয়েই অনিশ্চয়তা তৈরি হচ্ছে স্থানীয়দের মনে।
স্থানীয় সূত্রে খবর, শীঘ্রই শুরু হবে স্কুল বাড়ির দোতলা তৈরির কাজ। যেখানে এখনও নিয়মিত বিদ্যালয়ে চলে৷  ছাত্র-ছাত্রীরা উঠোনে মিড ডে মিল খায় সেখানে নাকি হতে চলেছে স্বাস্থ্য কেন্দ্র। স্থানীয়দের আশঙ্কা এরপর বিদ্যালয় বন্ধ করে সেখানে স্বাস্থ্য কেন্দ্র চালানো হবে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। বিজেপির দাবি, আলাদা করে জমি কিনে সেখানে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হোক৷ কেন্দ্রীয় সরকারের জন্য অর্থ বরাদ্দ করেছেন , হঠাৎ করে এরকম এক পুরনো বিদ্যালয়ের নাম বদলে দেওয়াটা কখনওই শোভা পায় না। এরপরে যদি কাজ না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
advertisement
advertisement
আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে কলকাতার আকাশ, দুই পরগনাতেও বাজ ও বৃষ্টির সতর্কতা! জানুন
বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো জানান , বিদ্যালয় বিদ্যালয়ের মতোই চলবে। সরকারি তরফ থেকে একটি বিজ্ঞপ্তি এসেছিল বৈদ্যবাটি পৌরসভায় মোট ছ’টি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে হবে। শুধুমাত্র পোর্টালের নাম তোলার জন্য স্বাস্থ্য কেন্দ্রের ব্যানার লাগানো হয়েছে । যারাই অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন ভাবে রাজনীতি করার জন্য কথাগুলো বলছেন। বিদ্যালয়ের সঙ্গে যদি স্বাস্থ্য কেন্দ্র চলে তাহলে অসুবিধা কোথায়। সুতরাং বিদ্যালয় উঠে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।
advertisement
অবশ্য এই ব্যাপারে অবগত নয় চক পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ বন্দ্যোপাধ্যায় । তিনি জানান এখানে আমাদের কিছুই বলার নেই , পৌরসভার তরফ থেকে স্থানীয় কাউন্সিলর আমাদের মৌখিকভাবে জানিয়েছেন। ইঞ্জিনিয়ার এসেছিল মাপতে । স্কুলের উপরটা স্বাস্থ্য কেন্দ্র করা হবে আমাদের বলা হয়েছে স্কুলের সঙ্গে কোনও সংযোগ থাকবে না । তবে এরপরে কি হবে আমি জানিনা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রাতারাতি এ কী হল বিদ্যালয়ে! চক্ষু চড়কগাছ স্থানীয়দের, ভুগছেন আশঙ্কায়
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement