Panchayat Election 2023: একসুর বাম-বিজেপি-তৃণমূলের! পঞ্চায়েত ভোটের আগে বেনজির চিত্র হাওড়াতে

Last Updated:

Panchayat Election 2023: ভোটের ময়দানে  রাজনৈতিক দলীয় প্রার্থীরা এক হয়ে প্রচার ছেড়ে যা করল, তা অবাক করার মতোই, রাজনৈতিক দলের ঝান্ডা হাতে পরিবেশ রক্ষায় সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

+
পরিবেশ

পরিবেশ রক্ষার বার্তা

হাওড়া: ভোটের ময়দানে রাজনৈতিক দলীয় প্রার্থীরা এক হয়ে প্রচার ছেড়ে যা করল, তা অবাক করার মতোই। পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল প্রচার সারছে জোরকদমে। আগামী ৮ই জুলাই ভোটের দিন। যতই সামনের দিকে এগিয়ে আসছে। ততই ব্যস্ত হয়ে পড়ছেন নেতা কর্মী দলীয় সমর্থকরা। দেওয়াল লেখার কর্মসূচী অন্তিম লগ্নে। শুরু হয়েছে সভা এবং বাড়ি বাড়ি প্রচার অভিযান। সকাল থেকে সন্ধ্যা পাড়ায় পাড়ায় ভোটের কর্মব্যস্ততা।
বর্তমান সময়ে যেভাবে নেতা কর্মীদের নাম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে তার জেরে নেতাদের প্রতি মানুষের ধারণা খুব একটাও ভাল নয়। তবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিনের এই কর্মকাণ্ড। পরিবেশ বাঁচাতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পরিবেশকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন। তা সাধারণ মানুষের কাছে এক অন্য বার্তা। সমস্ত রাজনৈতিক দলের বার্তা একটাই, আগে পরিবেশ। এই পৃথিবীর আকাশ বাতাস দূষণমুক্ত থাকলে তবেই প্রাণ থাকবে। সেই দিক থেকে গুরুত্বপূর্ণ হল পরিবেশের উপর নজর দেওয়া।
advertisement
advertisement
আরও পড়ুন: ১০ বছর পর ৬ ঘণ্টা ‘মুক্তি’, ঢাকুরিয়ার বাড়িতে মায়ের কাছে কী কী খেলেন দেবযানী?
পরিবেশকে দূষণমুক্ত করতে সকলকে সজাগ থাকতে হবে। পরিবেশকর্মী এবং জগৎবল্লভপুরের রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীদের।চারিদিক রাজনৈতিক দলগুলির পতাকায় ঢেকে পড়ছে। তবে তার উলটপুরাণ হাওড়ার জগৎবল্লভপুরে। বামপন্থী, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা কর্মীরা একযোগে দিচ্ছে পরিবেশ রক্ষার বার্তা। দলীয় পতাকা হাতে চারা গাছ লাগিয়ে সবুজ গড়ার লক্ষ্যে শুরু হল অভিযান।এ প্রসঙ্গে পরিবেশকর্মী শুভ্রদীপ ঘোষ এবং মানস মন্ডল জানান, পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন দাবি থাকে মানুষের। সেই তালিকার মধ্যে পরিবেশ রক্ষা বা পরিবেশ সুরক্ষিত রাখার বিষয়টিও ভাবী পঞ্চায়েতের শাসকদের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Panchayat Election 2023: একসুর বাম-বিজেপি-তৃণমূলের! পঞ্চায়েত ভোটের আগে বেনজির চিত্র হাওড়াতে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement