ইস্টবেঙ্গল ও মোহনবাগান নিয়ে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে এক অন্য আবেগ কাজ করে। অতীতের ইতিহাস ঘাটলে জানা যায়, এই দুই প্রতিপক্ষ ফুটবল দলের মুখোমুখি খেলায়, বহু দুর্ঘটনা ঘটেছে ময়দানে। এমনকি আগুন জ্বলতেও দেখা গেছে স্টেডিয়ামে। পাশাপাশি, করোনার ধাক্কা কাটিয়ে উঠলেও এখনো সংক্রমণ এর হার মাঝে মধ্যেই বেড়ে যাচ্ছে। তাই উত্তেজনা পূর্ণ এই ফুটবল ম্যাচ কে ঘিরে আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে প্রশাসন।ম্যাচের আগে বিধান নগর পুলিশের ডিসি হেডকোয়াটার দেবস্মিতা দাস জানান, খেলার দিন যুবভারতী স্টেডিয়াম ঘিরে মোতায়েন থাকবে প্রায় ২০০০ পুলিশ কর্মী। পাশাপাশি খেলার টিকিট ব্ল্যাক আটকানোর জন্য স্টেডিয়ামের চারপাশের টহল দেবে বিধাননগর পুলিশের ৫০ জনের একটি বিশেষ বাহিনী।
advertisement
আরও পড়ুন: বাগদা সীমান্তে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান
খেলা দেখতে আসা দর্শকদের জন্য বেশ কিছু নির্দেশিকাও জারি করেছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। সিগারেট, ম্যাচ বক্স, জলের বোতল এবং যে কোনো রকম বাজি নিয়ে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বৃষ্টির কথা মাথায় রেখে ছাতা নিয়ে স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে বিবেচনা করে দেখা হবে এমনটাই জানান তিনি। বাইক, চার চাকা সহ বিভিন্ন গাড়ি পার্কিং এর ক্ষেত্রে সুভাষ সরোবর অঞ্চল এবং নির্দিষ্ট খালপাড়ে ব্যবস্থা করা হয়েছে। যে কোনো রকম ঝামেলা এড়াতে মাইকিং করার পাশাপাশি লাগাতার টহলদাড়ি চলবে পুলিশের। বিধাননগর পুলিশের পক্ষ থেকে খেলা দেখতে আসা দর্শকদের মাস্ক পরে আসার জন্যও অনুরোধ জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়াম আনুমানিক ৬০০০০ দর্শক আশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
(রুদ্র নারায়ণ রায়)