বাগদা সীমান্তে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান

Last Updated:

বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটেলিয়নের দুই জওয়ান এই ঘটনার সঙ্গে জড়িত৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#অনিরুদ্ধ কীর্তনীয়া, বনগাঁ: এবার বিএসএফ জওয়ানদের বিরুদ্ধেই গণধর্ষণের গুরুতর অভিযোগ উঠল৷ উত্তর চব্বিশ পরগণার বনগাঁর বাগদা সীমান্তে দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে৷ ইতিমধ্যেই অভিযুক্ত দুই জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ৷
জানা গিয়েছে, বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটেলিয়নের দুই জওয়ান এই ঘটনার সঙ্গে জড়িত৷ বাগদা সীমান্তের জিতপুরে চাষের জমির মধ্যে বসিরহাটের বাসিন্দা এক যুবতীকে দুই জওয়ান গণধর্ষণ করেন বলে অভিযোগ৷ অভিযুক্তদের মধ্যে একজন বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটেলিয়নের এএসআই এবং অন্যজন কনস্টেবল৷ বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ৷ আজ বাগদা থানায় এসে অভিযোগ জানান নির্যাতিতা৷ এর পরেই ওই দুই জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ৷
advertisement
advertisement
বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার জানিয়েছেন, আজ দুই জওয়ানকে আদালতে পেশ করা হবে৷ ঘটনার কথা জানাজানি হতে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায়৷ যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে৷
এই ঘটনায় বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস৷ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, 'যাঁদের কাছে দেশের নিরাপত্তার দায়িত্ব রয়েছে তাঁরা ধর্ষণ করছে। অনন্ত দুর্ভাগ্যজনক। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
advertisement
কেন্দ্রে এমন একটা সরকার রয়েছে যাঁদের বিএসএফের উপরে কোনও নিয়ন্ত্রণ নেই।'
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাগদা সীমান্তে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement