এটিসি-র পক্ষ থেকে তৎক্ষণাৎ বলা হয়, যাতে বিমানটিকে রানওয়েতে পুনরায় ফিরিয়ে আনা হয় ৷ পাইলট আবার জানায় যেহেতু বিমানে যাত্রী আছে, সেই কারণে তার পক্ষে ফিরে আসা সম্ভব নয় ৷ যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে পুনরায় ফিরে আসতে গেলে। ওই জায়গাতেই যাত্রীদেরকে নামাতে হবে তারপরেই বিমানটি ফিরে আসতে পারবে। এরপরে বিমানবন্দর কর্তৃপক্ষ সমস্তরকম ব্যবস্থা করে, তারপরেই যাত্রীদেরকে নামানো হয় ৷
advertisement
আরও পড়ুন- ডাকতে হবে না পেস্ট কন্ট্রোল, ঘরোয়া টোটকাতেই আরশোলা হবে জব্দ!
বিমানের সামনে দমকল আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে পৌঁছয়। যাত্রীদের নামানোর পরে পুনরায় বিমানটিকে ৩৭ নম্বর বে-তে নিয়ে আসা হয় ৷ যাত্রীদের অতি সুরক্ষার সঙ্গে নামিয়ে আনা হয়েছিল এবং পরবর্তী সময় তাদেরকে লাউঞ্জে অপেক্ষা করতে হয় । বিমানের পাইলটের যদি সঠিক সময় বিষয়টি নজরে না আসত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল ৷