Travel: এ বছর শরতেও উপভোগ করতে পারবেন বর্ষার ঢাঙ্গিকুসুমের রূপ 

Last Updated:

Travel: খোলা সবুজ প্রান্তর, শালের জঙ্গল, ঝর্ণা, জলাধার সব মিলিয়ে বেলপাহাড়ি মন ভাল করে দেওয়ার এক অনবদ্য ঠিকানা। বর্ষা শেষে এবার শরতেও বর্ষার ছোঁয়া, পুজোয় ঘুরে আসুন বেলপাহাড়িতে। 

+
ঢাঙ্গিকুসুমের

ঢাঙ্গিকুসুমের হদহদি ঝর্ণার ছবি 

বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী : পাহাড়ের কোলে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের ডালি, দু’পাশে ঘন জঙ্গল, উঁচু-নিচু পথ এবং পাথরের উপর দিয়ে বয়ে চলেছে নদী। বেলপাহাড়ি এলে কিছুটা সময় কাটাতে হবে আসতে হবে এখানে। নয়নাভিরাম পাহাড়ি প্রাকৃতিক ঝর্না। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে লুকিয়ে থাকা গ্রামগুলোতে ভিড় বেড়েছে পর্যটকদের। ঝাড়গ্রামে বেলপাহাড়ির কোলে লুকিয়ে থাকা এক অজানা আস্তানা। এক সময় মাওবাদীদের ডেরা ছিল এই অঞ্চল। সেই সুবাদে অনেকেই নাম শুনে থাকতে পারেন ঢাঙিকুসুমের। কিন্তু আজ জঙ্গলমহলের ঝাড়খণ্ড লাগোয়া এই গ্রাম হয়ে উঠেছে এক অন্যতম পর্যটন কেন্দ্র।
বছরের অন্যান্য সময়ে হদহদি ঝর্না শুকনো থাকলেও বর্ষাতে সজীব থাকে। এবছর বৃষ্টির পরিমান বেশি থাকায় বর্ষার পাশাপাশি শরতেও এর প্রকৃত রূপ দেখতে পাবেন। অন্যান্য বছরের তুলনায় এবছর বেলপাহাড়িতে পর্যটকের পরিমাণ বৃদ্ধিও পেয়েছে। বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র বিধান দেবনাথ বলেন ‘ বর্ষা হল বেলপাহাড়ির ভরা যৌবন, এ বছর বৃষ্টির পরিমাণ বাড়ায় বেলপাহাড়ির প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারছেন পর্যটকেরা।’
advertisement
আরও পড়ুন-দিঘায় ভয়ঙ্কর উলটপুরাণ…! পুজোর মরশুমে আচমকা কী হল সমুদ্র সৈকতে? কাতারে কাতারে মানুষ ছুটছে, কারণ জানলে ঘাম ছুটবে
ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বেলপাহাড়ির কোলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সাজিয়ে বসে রয়েছে ঢাঙিকুসুম। বেলপাহাড়ি থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। সবুজ পাহাড় আর জঙ্গলে ঘেরা ঢাঙিকুসুমের পথ। আদিবাসী অধ্যুষিত এই গ্রামের প্রাচীন জীবিকা ছিল পাথর শিল্প। গভীর জঙ্গলে গিয়ে পাহাড় থেকে পাথর সংগ্রহ করে এনে নানান জিনিস বানিয়ে এদিক ওদিক বিক্রি করা ছিল রুটি রুজির উৎস। বর্তমানে অনেকেই পূর্ব পুরুষদের এই পেশা হিসেবে বেছে নিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র
দু’পাশে ঘন সবুজ জঙ্গল। এর মাঝে উঁচু-নিচু পথ। টিলার উৎরাই-চড়াইও রয়েছে। আর যদি দুটো দিন প্রকৃতির কোলে বিশ্রাম নিতে আসেন, তাহলে সেরা ঠিকানা হতে পারে বেলপাহাড়ি ঢাঙিকুসুম। গ্রাম থেকে জঙ্গলের পথ একটু ঘন। আর এই নিস্তব্ধ জঙ্গলের পথ ধরে হেঁটে গেলে কানে আসবে জলপ্রপাতের শব্দ। কাছে গেলেই চোখে পড়বে ডুংরি ফলসের। ঝাড়গ্রাম বেড়াতে গেলে একদিনের সফরে অনায়াসে ঘুরে নেওয়া যেতে পারে ঢাঙিকুসুম।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: এ বছর শরতেও উপভোগ করতে পারবেন বর্ষার ঢাঙ্গিকুসুমের রূপ 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement