Kumar Sanu: ‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই...’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Kumar Sanu: বলিউডের প্লেব্যাক গায়ক কুমার শানুর ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চর্চা চলে। সম্প্রতি কয়েক দশক বাদে কুমার শানুর সঙ্গে দাম্পত্য নিয়ে মুখ খুললেন গায়কের প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য।
advertisement
advertisement
advertisement
রীতা ভট্টাচার্য বলেছেন, গর্ভাবস্থায় কুমার শানু তাকে নির্যাতন করেছিলেন। রীতা আরও দাবি করেন যে কুমার শানু খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং তাকে ঘর থেকে বের হতে দিতেন না। তার বোন তার নিজের সন্তানদের এবং স্বামীকে তাদের সঙ্গে থাকতে দিয়েছিলেন এবং কুমার শানুর সঙ্গেও একই ঘরে ঘুমোতেন, অন্যদিকে রীতা তার বাচ্চাদের সঙ্গে অন্য ঘরে ঘুমাতেন। তিনি আরও দাবি করেন যে তারা দু'জনেই তাকে নির্যাতন করতেন।
advertisement
তিনি বলেন, 'আমার গর্ভাবস্থায় সে আমাকে আদালতে নিয়ে গিয়েছিল। সেই সময় তার একটা প্রেমের সম্পর্কও ছিল, যা আজ সামনে এসেছে। আর, সে আমাকে আদালতে টেনে নিয়ে গিয়েছিল। আমি তখন অনেকটাই ছোট ছিলাম, আমার মনে হচ্ছিল আমার পুরো পৃথিবী ভেঙে পড়েছে। আর আমার পরিবার হতবাক হয়ে গিয়েছিল। এক বছর আগে সে এত বড় পার্টি করেছিল, বলেছিল যে আমিই তার সাফল্যের পেছনের কারণ। আমি কখনই আসল কারণটা জানতে পারিনি।'
advertisement
রীতা আরও দাবি করেছেন যে, তিনি যখন গর্ভবতী ছিলেন কুমার শানু খাবার দিতেন না। রান্নাঘরে তালা বদ্ধ করে রাখত। আমি আমার আত্মীয়ের বাড়িতে এক মুঠো ভাত কিনে খিচুড়ি রান্না করতাম, এবং তারপর আমরা খাবার খাতাম। তারা এমনকি আমার বাচ্চাদের জন্য দুধ দেওয়াও বন্ধ করে দিয়েছিল, আমাকে প্রতিদিন মাত্র ১০০ টাকা দিত এবং বলেছিল যে আমরা তোমার টাকা দেব না। তাদের মানুষ বলা ভুল হবে। আমি যখন শিশুর খাবার অর্ডার করতাম, তখন দোকানদার বলত পাঠাতে পারছি না কারণ আমাদের বারণ করা হয়েছে।
advertisement
advertisement
