Digha: দিঘায় ভয়ঙ্কর উলটপুরাণ...! পুজোর মরশুমে আচমকা কী হল সমুদ্র সৈকতে? কাতারে কাতারে মানুষ ছুটছে, কারণ জানলে ঘাম ছুটবে

Last Updated:
Digha: এ বছর পুজোর মুখে দিঘায় একেবারেই উলটপুরাণ। পর্যটকে ঠাসা সৈকতের জায়গায় এখন কেবল মেঘলা আকাশ আর টানা বৃষ্টির ছবি। পুজোর আগেই পর্যটক শূন্য দিঘা, হারিয়েছে ব্যবসায়ীদের মুখের চেনা হাসি ।
1/12
পূর্ব মেদিনীপুরের দিঘা বাংলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। সারা বছর ধরেই পর্যটকদের আনাগোনা থাকে এখানে। তবে পুজোর মরশুমে দিঘার ছবি একেবারেই আলাদা। অন্যান্য বছর এই সময় দিঘা সরগরম থাকে দেশ-বিদেশের পর্যটকে।
পূর্ব মেদিনীপুরের দিঘা বাংলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। সারা বছর ধরেই পর্যটকদের আনাগোনা থাকে এখানে। তবে পুজোর মরশুমে দিঘার ছবি একেবারেই আলাদা। অন্যান্য বছর এই সময় দিঘা সরগরম থাকে দেশ-বিদেশের পর্যটকে।
advertisement
2/12
হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ছোটখাটো ব্যবসা সবকিছুই জমে ওঠে পুজোর ছুটির ভিড়ে।
হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ছোটখাটো ব্যবসা সবকিছুই জমে ওঠে পুজোর ছুটির ভিড়ে।
advertisement
3/12
সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের ভিড়, সন্ধ্যায় ব্যস্ততা ভরপুর বাজার, হোটেলগুলিতে আগে থেকে বুকিং , সব মিলিয়ে এক উৎসবের আবহ থাকে দিঘায়। তবে এবার পুজোয় মুখে দিঘার ছবি একেবারই আলাদা।
সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের ভিড়, সন্ধ্যায় ব্যস্ততা ভরপুর বাজার, হোটেলগুলিতে আগে থেকে বুকিং , সব মিলিয়ে এক উৎসবের আবহ থাকে দিঘায়। তবে এবার পুজোয় মুখে দিঘার ছবি একেবারই আলাদা।
advertisement
4/12
একের পর এক দুর্যোগে কার্যত হাঁপিয়ে উঠেছেন দিঘার ব্যবসায়ীরা। পুজোর আগেই টানা নিম্নচাপ ও ভারী বৃষ্টিতে পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
একের পর এক দুর্যোগে কার্যত হাঁপিয়ে উঠেছেন দিঘার ব্যবসায়ীরা। পুজোর আগেই টানা নিম্নচাপ ও ভারী বৃষ্টিতে পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
advertisement
5/12
দুর্যোগ কাটিয়ে সাময়িকভাবে কিছুটা আশার আলো দেখা দিয়েছিলেন। এবং ভেবেছিলেন এবারও অন্তত পুজোর মুখে ঘুরে দাঁড়াবে ব্যবসা।
দুর্যোগ কাটিয়ে সাময়িকভাবে কিছুটা আশার আলো দেখা দিয়েছিলেন। এবং ভেবেছিলেন এবারও অন্তত পুজোর মুখে ঘুরে দাঁড়াবে ব্যবসা।
advertisement
6/12
কিন্তু হঠাৎ নতুন করে নিম্নচাপের প্রভাবে আবারও শুরু হয়েছে টানা বৃষ্টি। ফলে দিঘার সৈকত মুখ থুবড়ে পড়েছে পর্যটক শূন্যতার সমস্যায়।
কিন্তু হঠাৎ নতুন করে নিম্নচাপের প্রভাবে আবারও শুরু হয়েছে টানা বৃষ্টি। ফলে দিঘার সৈকত মুখ থুবড়ে পড়েছে পর্যটক শূন্যতার সমস্যায়।
advertisement
7/12
যে কয়েকজন পর্যটক এসেছেন তারাও কার্যত হোটেলবন্দি ছুটি কাটাতে বাধ্য হচ্ছেন। সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি, বেড়ানো কিংবা বাজারে কেনাকাটা,কোনওটাই উপভোগ করতে পারছেন না।
যে কয়েকজন পর্যটক এসেছেন তারাও কার্যত হোটেলবন্দি ছুটি কাটাতে বাধ্য হচ্ছেন। সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি, বেড়ানো কিংবা বাজারে কেনাকাটা,কোনওটাই উপভোগ করতে পারছেন না।
advertisement
8/12
একদিকে হোটেল ব্যবসায়ীদের লোকসান, অন্যদিকে স্থানীয় রিকশাচালক, দোকানদার, খাবারের দোকানের মালিক, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।
একদিকে হোটেল ব্যবসায়ীদের লোকসান, অন্যদিকে স্থানীয় রিকশাচালক, দোকানদার, খাবারের দোকানের মালিক, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।
advertisement
9/12
দিঘার ব্যবসায়ী লালমোহন কড়াইয়ের কথায়, পুজোর সময়টাই তাদের সবচেয়ে বড় মরশুম। এই কয়েকটা দিনে যে উপার্জন হয়, তা সারা বছরের অনেকটা ক্ষতি পুষিয়ে দেয়। কিন্তু এবারের অবস্থায় সে আশা কার্যত ভেস্তে গেছে।
দিঘার ব্যবসায়ী লালমোহন কড়াইয়ের কথায়, পুজোর সময়টাই তাদের সবচেয়ে বড় মরশুম। এই কয়েকটা দিনে যে উপার্জন হয়, তা সারা বছরের অনেকটা ক্ষতি পুষিয়ে দেয়। কিন্তু এবারের অবস্থায় সে আশা কার্যত ভেস্তে গেছে।
advertisement
10/12
সাধারণত দুর্গাপুজো ও কালীপুজোর সময় দিঘায় সবচেয়ে বেশি পর্যটক ভিড় করে। কিন্তু এবার প্রকৃতির রোষে সেই চেনা ছবি নেই। হোটেলগুলির ঘর খালি, সৈকত ফাঁকা, দোকানে তেমন ক্রেতা নেই। ব্যবসায়ীদের মুখে হাসির বদলে ফুটেছে দুশ্চিন্তার ছাপ।
সাধারণত দুর্গাপুজো ও কালীপুজোর সময় দিঘায় সবচেয়ে বেশি পর্যটক ভিড় করে। কিন্তু এবার প্রকৃতির রোষে সেই চেনা ছবি নেই। হোটেলগুলির ঘর খালি, সৈকত ফাঁকা, দোকানে তেমন ক্রেতা নেই। ব্যবসায়ীদের মুখে হাসির বদলে ফুটেছে দুশ্চিন্তার ছাপ।
advertisement
11/12
বারবার দুর্যোগের ফলে পর্যটকরা মানসিকভাবে দিঘায় আসতে অনীহা প্রকাশ করছেন।অনেকেই শেষ মুহূর্তে বুকিং বাতিল করছেন। এর ফলে হোটেল ব্যবসায় যেমন ক্ষতি হচ্ছে, তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের পাড়ে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরাও।
বারবার দুর্যোগের ফলে পর্যটকরা মানসিকভাবে দিঘায় আসতে অনীহা প্রকাশ করছেন।অনেকেই শেষ মুহূর্তে বুকিং বাতিল করছেন। এর ফলে হোটেল ব্যবসায় যেমন ক্ষতি হচ্ছে, তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের পাড়ে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরাও।
advertisement
12/12
সব মিলিয়ে বলা যায়, এ বছর পুজোর মুখে দিঘায় একেবারেই উলটপুরাণ। পর্যটকে ঠাসা সৈকতের জায়গায় এখন কেবল মেঘলা আকাশ আর টানা বৃষ্টির ছবি। 
সব মিলিয়ে বলা যায়, এ বছর পুজোর মুখে দিঘায় একেবারেই উলটপুরাণ। পর্যটকে ঠাসা সৈকতের জায়গায় এখন কেবল মেঘলা আকাশ আর টানা বৃষ্টির ছবি। 
advertisement
advertisement
advertisement