শুক্রবার উত্তর ২৪ পরগনার বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে এই বছরের পূজা গাইড ম্যাপ প্রকাশ করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের কনফারেন্স হলে এই ম্যাপ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ জেলা হাসপাতালের সুপারকে মারধরের অভিযোগ! থানায় অভিযোগ দায়ের, পুজোর মরশুমে চাঞ্চল্য
advertisement
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার, বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, বনগাঁর মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্তারা।
এরপর জানা যায়, পঞ্চমী থেকে থেকে নো এন্ট্রি শুরু হবে। বিকেল ৪টে থেকে রাতে যতক্ষণ ভিড় থাকবে নো এন্ট্রি চলবে। পুজোর সময় মোট ৩৭টি ড্রপগেট করা হবে। পুলিশের পক্ষ থেকে এই নিয়ন্ত্রণের জন্য যথাযথ পুলিশিং থাকবে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে।